ময়মনসিংহের গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি মোতালিব বিন আয়েতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২২ জানুয়ারি/২৫) উপজেলা ও পৌর স্বজন সমাবেশ আয়োজিত স্মরণসভা হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। স্মরণসভা শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। স্মরণ সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। স্মরণসভায় স্মৃতিচারণ করেন গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ইসলামাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার সহকারী শিক্ষক মো. ইদ্রিস আলী, গৌরীপুর প্রেসক্লাবের সহ-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংবাদিক মো. মাহফুজুর রহমান, তাসাদদুল করিম, শামীম আনোয়ার, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।