ময়নসিংহের গৌরীপুরে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন অভিভাবকরা। আজ মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে স্লোগান দেন। পরে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করেন তাঁরা। অবিলম্বে ওই প্রধান শিক্ষককে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা। মো. মাজেদুল হক নামে এক অভিভাবক বলেন, এই স্কুলে লেখাপড়ার মান ভাল না, আমাদের এলাকার ছেলে-মেয়েরা বাধ্য হয়ে গৌরীপুর সদরে লেখাপড়া করতে যায়। প্রধান শিক্ষক স্কুলে গোসল করে শাড়ী লেড়ে রাখে মনে হয় এটা কোন পারিবারিক পরিবেশ। স্কুলের অন্য শিক্ষকদের রুটিন মোতাবেক ক্লাস নিতে দেয়না, ক্লাস যেগুলো হয় তা মন গড়ার মতো। প্রধান শিক্ষক অদৃশ্য শক্তির প্রয়োগ করতেছে। আজকে অভিভাবকরা প্রধান শিক্ষককে অফিস থেকে বের করে দিলে তিনি খারাপ ভাষায় বক্তব্য দিয়ে গেছেন।’ স্কুলের দাতা সদস্য মো. কামাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক নাসরিন সুলতানার একচিত্ত আধিপত্য বিস্তার করে স্কুলের শিক্ষার এবং উন্নয়ন মুলক পরিবেশকে ব্যাঘাত করে রাখছে। স্কুলের উন্নয়নে যে অর্থ সরকারি ভাবে আসে তা তিনি নিজে আত্মসাৎ করছে। স্কুল কমিটির কাউকে কোন ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ দেয়না। তিনি আরও বলেন, গত ২৫ আগস্ট এলাকাবাসী ইউএনও বরাবর একটা আবেদন করলে তা তদন্ত করে শিক্ষা অফিস। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। বিক্ষুব্ধ অভিভাবক ইতি আক্তার জানান, শিক্ষার্থীদের পড়ালেখার কোন উন্নতি নেই, আমরা প্রধান শিক্ষকের বদলী চাই। এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেনি, এক পর্যায়ে মোবাইল নম্বর টি বন্ধ করে দেন। এ বেপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান-আরা বেগম বলেন, আজকের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে তা আমি সাংবাদিকদের থেকে শুনেছি এর বাইরে কোন রিপোর্ট এখন পর্যন্ত পাইনি, তবে ঐ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা আমরা তদন্ত করে যতাযত কর্তৃপক্ষের কাছে ইতিপূর্বে প্রেরণ করেছি।