ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (১৪জুন/২০২৪) ‘রক্তদিন-জীবন বাঁচান’ স্লোগানে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ‘বিনামূল্যে রক্তের গ্রুপিং, রক্তদানে উদ্বুদ্ধকরণ আলোচনা সভা ও সর্বোচ্চ রক্তদাতাগণকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক রমজানুর আহম্মেদ নাজিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা স্বজনের সহ-সম্পাদক মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সায়েফ আহাম্মদ, সহব্যবস্থাপনা সম্পাদক মো. ছোটন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাকিবুল ইসলাম শান্ত, সহক্রীড়া সম্পাদক মজিবুল ইসলাম শান্ত, রক্তযোদ্ধা মো. সাফায়েত উল্লাহ, মো. রাজিবুল ইসলাম, ব্যবসায়ী মো. হারুন মিয়া প্রমুখ।
সর্বোচ্চ রক্তদানের জন্য সম্মাননা দেয়া হয় মো. মোজাম্মেল হক, মো. আশিকুর রহমান রাজিব, ফরহাদ হোসেন, নিলয় খান, জাহিদ হাসান লিখন, রমজানুর রহমান নাজীম, আশরাফুল আলম, সাইদুল ইসলাম নিপু, মজিবুল ইসলাম শান্ত, সায়েফ আহাম্মেদ, মো. হারুন মিয়া।