-
- তারাকান্দা, ময়মনসিংহ জেলা, স্লাইড
- পুকুরে ডুবে নিহত ৩ শিশুর পরিবারের পাশে প্রশাসন
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
- প্রকাশিত সময় : জুন, ১৪, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ
পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে পানিতে ডুবে ভাই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ময়মনসিংহে ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে গতকাল১৩ জুন বৃহস্পতিবার দুপুরে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে রামকৃষ্ণপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের মেয়ে সামিয়া
৬) ও ছেলে মেহেদী (৪) এবং রফিকুল ইসলামের ভাই এবং মন্নাছের মেযে (৫) নুষরাত (৫)) বাড়ির সামনে পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে সকলের অগোচরে পানিতে ডুবে মারা যায়। একজনের মরদেহ পানিতে ভেসে উঠলে বাড়ির লোকজন খোজাখুজি করে পুকুর থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
এই বিভাগের আরও খবর