বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জুন/২০২৪) উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুনজুরা রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, সংবর্ধিত অতিথি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মুনজুরা রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হাদিউল ইসলাম, আবু রায়হান।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নয়ন কুমার দাস, সহসভাপতি মো. মহসিন মিয়া, মো. হারুন অর রশিদ, সুমনা সফিনাজ লাবণী, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, রাজিব আহমেদ, ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মো. আজহারুল ইসলাম, সহনাটী ইউনিয়নের সভাপতি জিন্নাতুল ইসলাম, বোকাইনগর ইউনিয়নের সভাপতি ঋতুশ্রী রায়, সহসভাপতি ফাতেমা আক্তার খাতুন, সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী প্রমুখ।