আমি অনেক দূরের মানুষ কাছে থাকি কিছুক্ষণ।
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
সহস্র বেদনা ভুলে যাই, তুমি যখন দাও একটু সময়।
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
চাই না তোমার ভালোবাসা,পাশে থেকো এই তো আশা
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
সুখের নিমন্ত্রণ দেবনা তোমায়,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
শুধু হাসি টুকু কেড়ে নিও না আমার।
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
বড্ড ভালোবাসি তোমায়,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।