আজ শনিবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৪, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ




সুপার কাপ ফাইনাল: রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা

আজ এল ক্লাসিকো মহারণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। খেলা শুরু হবে রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায়।

ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বার্সাকে হারিয়ে বছরের প্রথম ট্রফি জিততে মুখিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর লা লিগার রেসে পিছিয়ে পড়লেও সুপার কাপের শিরোপা জিতে ভক্তদের আকঙ্খা পূরণ করতে মরিয়া জাভির বার্সেলোনা।

দৃষ্টিনন্দন ঝলমলে সুপার কাপের ট্রফি জিততে সেমি পর্যন্ত লড়াইয়ে ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও ওসাসুনাও। তবে অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে এসেছে রিয়াল মাদ্রিদ আর অন্য সেমিতে ওসাসুনাকে হারিয়ে ফাইনালে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এখন দেখার বিষয়, শিরোপায় নিজেদের নাম খোঁদাই করতে পারবে কোন দল।

এদিকে, শক্তি-সামর্থের বিচারে মোটা দাগে দুই দলের তেমন পার্থক্য নেই। তবে সাম্প্রতিক ফর্মের বিচারে ফাইনালের আগে হয়তো কিছুটা এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ।

রিয়াল-বার্সার মুখোমুখি পরিসংখ্যানও বলছে সে কথা। সবশেষ ১২ দেখায় রিয়ালের ৮ জয়ের বিপরীতে বার্সেলোনা জিতেছে ৪ ম্যাচ।

সুপার কাপের ফাইনালের আগে ইনজুরিতে মাঠের বাইরে থাকতে হবে আলাবা, কোর্তোয়া, মিলিতাও ও ভাস্কেসকে। তবে রিয়াল শিবিরে স্বস্তি বেড়েছে চোট কাটিয়ে ফেরা ভিনিসিয়াসের গোল পাওয়াতে। সেই সাথে ইনজুরির কারণে ৬ মাস পর অভিষেক হওয়া টার্কিশ সেনসেশন আর্দা গুরালও রয়েছেন দারুন ফর্মে। রয়েছেন বেলিংহ্যামও।

রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যানচেলোত্তি এক ক্লাসিকোর বিষয়ে বলেন, নিশ্চিত এটা সুন্দর ম্যাচ হতে যাচ্ছে। তবে আমরা সবার আগে জয় নিশ্চিত করতে চাই। সেটি করতে হলে আমাদের আবেগ নিয়ন্ত্রন করতে হবে। এমন মর্যাদার লড়াইয়ে মাথা ঠান্ডা রেখে খেলাটা খুব জরুরি। আমার ছেলেরা শতভাগ প্রস্তুত।

লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট পেছনে থেকে শিরোপা রেসে বার্সেলোনার অবস্থান চার নম্বরে। লিগ শিরোপা অনেকটা কঠিন হয়ে গেলেও তাই সুপার কাপের ট্রফিটা হাতছাড়া করতে চায় না বার্সেলোনা। কাতালান ক্লাবটির সেই লক্ষ্য পূরনে সবচেয়ে বড় সুসংবাদ লেভানডোভস্কির গোলে ফেরা।

লম্বা সময় পর ফিরে ওসাসুনার ম্যাচে গোল পেয়েছেন লেভা। তাই রিয়ালের বিপক্ষেও এই পোলিশের কাছে গোল চায় কাতালানরা। তবে, এই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। সেই সাথে চোটের কারণে টের স্টেগেন, মার্কো আলোনসো, ইনিগো মার্টিনেজ, গ্যাভি ও পেদ্রিকে পাবে না বার্সেলোনা।

বার্সা কোচ জাভি হার্নান্দেস বলেন, এটা স্বিকার করতে কোন সমস্য নেই যে, ফর্মের বিচালে রিয়াল মাদ্রিদ ফেভারিট। কিন্তু বল যখন মাঠে গড়ানো শুরু করবে তখন অতিতের কোন মূল্য নেই। আমরা সেরাটা দিতে চাই। ক্লাসিকোতে কে জিতবে এটা আগে বলা অসম্ভব।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০