আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২৩, ১০:৪৫ অপরাহ্ণ




মেলায় গিয়ে বেকারত্ব ঘুচল ২৫০ জনের

শিল্পপ্রতিষ্ঠানে প্রথমবারের মতো যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ করে দিতে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে গত দুই দিনব্যাপী চাকরি মেলায় গিয়ে বেকারত্ব ঘুচেছে ২৫০ জনের। মেলার শেষ দিনে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেলায় অংশগ্রহণ করা শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেক্সিমকো টেক্সটাইলস, মোগড়খাল যুব ও সমাজকল্যাণ সংসদ এবং নোমান গ্রুপ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে এমন উদ্যোগ নেওয়া হয়। এ চাকরি মেলায় বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লি., ফার্মাসিউটিক্যালস লি., নেসলে বাংলাদেশ লি., ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় প্রায় ৪০টির মতো শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল বসানো হয়। সেখানে ওই সব শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের সঙ্গে দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করেন।

জেলা প্রশাসক আরও জানান, দুই দিনব্যাপী চাকরি মেলায় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। মেলায় দুই দিনে ২৪ হাজার চাকরি প্রার্থী তাদের সিভি জমা দিয়েছেন। এসব সিভি থেকে মেলায় অংশগ্রহণকারী ৪০টি প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্যাটাগরির শূন্যপদের বিপরীতে মোট ১ হাজার ৭১৮ জনকে প্রাথমিকভাবে বাছাই করেছে। প্রতিষ্ঠানগুলোর শূন্যপদের সংখ্যা রয়েছে ১ হাজার ১২৩টি। মেলার সমাপনী অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদের বিপরীতে ২৫০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এছাড়া ক্যারিয়ার বাছাই, জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাছাই করা সিভি অনুযায়ী যোগ্য প্রার্থীদের চাকরি প্রদান করবে।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এবিএম ইসমাইল হোসেন খান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০