আজ শনিবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এম এ আজিজ, || স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ




মসিকে তিনদিনে ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে কোভিড-১৯ (মর্ডানা) গণটিকা কার্যক্রম সফল সমাপ্তি হয়েছে। সোমবার তৃতীয়দিনে ১৯ হাজার ৮০০ জনের টিকা প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ২৪ হাজার ৫১১ জনকে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।

গত ০৭ আগস্ট থেকে শুরু হওয়া টিকা ক্যাম্পেইনে ৩৩টি ওয়ার্ডের ৩৩টি টিকাদান কেন্দের ৬৬ টি বুথে ৫৯ হাজার ৪০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। এর বিপরীতে ৭ আগস্ট গণটিকার প্রথমদিনে ১৭ হাজার ৫৩ জন, ৮ আগস্ট দ্বিতীয়দিনে ২০ হাজার ৩৭৫ জন এবং সোমবার ২৪ হাজার ৫১১ জনসহ সর্বমোট ৬১ হাজার ৯২১ জনকে টিকা প্রদান করা হয়েছে।
গণটিকা কার্যক্রমে জনপ্রতিনিধি, পুলিশবাহিনী, আনসার সদস্য, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিসহ স্বেচ্ছাসেবক, নার্স, টিকাদানকর্মী ও নাগরিকগণের সহযোগিতার জন্য মেয়র ইকরামুল হক টিটু ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এ প্রসঙ্গে মেয়র টিটু বলেন, সকলের সহযোগিতায় গণটিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গণটিকা প্রদানের ফলে নাগরিকগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপন দেখা গেছে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে টিকাদান সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
গণটিকা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণকে সুরক্ষিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশবাসী নিরাপদ। এর আগে মেয়র প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা গ্রহিতাদের উদ্বুদ্ধকরণসহ কার্যক্রম পরির্দশন করেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০