আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৯, ২০২০, ১১:৩০ অপরাহ্ণ




বিশ্বকাপ ক্রিকেট জয়ে আনন্দে ভাসছে গৌরীপুর

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বিশ্বকাপ ক্রিকেট জয়ের আনন্দে ভাসছে ময়মনসিংহের গৌরীপুর। বিজয়ের পরপরেই তরুণরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। লাল-সবুজ পতাকা হাতে নিয়ে ঘুমন্ত শহরকে জাগিয়ে তুলে। এদিকে দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের স্বজনরা হাতেম আলী সড়ক থেকে বিশাল পতাকা নিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা বের করে। অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমাÐ কাউন্সিলের সভাপতি আবুল ফজল মুহাম্মদ আজাদ হীরা, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, যুব নেতা আব্দুল্লাহ আল মামুন। এদিকে আনন্দ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ যুব টিমকে অভিনন্দন জানান গৌরীপুর শারীরিক ক্রীড়াবিদ সমিতির সভাপতি মোঃ আব্দুল মালেক, গৌরীপুর প্রেসকাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু।
এরপরেই আনন্দ শোভাযাত্রা ফ্রেন্ডস হাউজ’৯৬ আনন্দ মিছিল বের করে। এ মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। এছাড়াও শহরের ব্যবসায়ী এসএম আব্দুল জলিল, হারুন অর রশিদ অংশ নেন। শহরের বিভিন্ন স্থানে একের পর এক আনন্দ মিছিল শহর জুড়ে প্রদক্ষিণ করে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে ইতিহাস গড়লো আকবর বাহিনী।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উড়ন্ত সূচনায় প্রথমবারের মতো কোন ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। এ জয়ের ফলে বাঙালী জাতিকে এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট। ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৫০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ শিবির। ৮.৫ ওভারের মাথায় ব্যক্তিগত ১৭ রান করে রবি বিষ্ণুর শিকার হন তামিম। এই ১৭ রানে এক ছক্কা ও দুটি চারের মার ছিলো তার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০