আজ শনিবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১, ২০২০, ১০:২২ পূর্বাহ্ণ




বিনাটিকিটে ট্রেন ভ্রমণ, ৭৯১ যাত্রীকে জরিমানা

বাহাদুর ডেস্ক :

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী সাতটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে ৭৯১ যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এতে জরিমানাসহ মোট ভাড়া আদায় হয় এক লাখ ৯৭ হাজার ২৭০ টাকা।

ঈশ্বরদী-খুলনা রেলরুট, ঈশ্বরদী-ঢাকা, ঈশ্বরদী-রাজবাড়ী, ঈশ্বরদী-চিলাহাটিসহ রেলওয়ের পাকশী বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেলস্টেশনে এ অভিযান চালানো হয়।

অভিযানে পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম বাবু, কবির উদ্দিন, রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই)

একেএম নূরুল আলম নুরু, ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক ঈশ্বরদীর আবদুল মাবুদ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক বরকতউল্লাহ আল-আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া রেলওয়ে জিআরপি পুলিশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

ডিসিও ফুয়াদ হোসেন আনন্দ জানান, পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশনে একযোগে ব্লকচেক অভিযানে ৭৯১ বিনাটিকিটের ট্রেন যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ এক লাখ ১০ হাজার ৮১৫ টাকা এবং জরিমানা বাবদ ৮৬ হাজার ৪৫৫ টাকাসহ মোট এক লাখ ৯৭ হাজার ২৭০ টাকা আদায় করা হয়। এ ছাড়া ট্রেনে উপদ্রব সৃষ্টি করার জন্য তিনজন হকারকে আইনের হাতে সোপর্দ করা হয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০