আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২০, ১০:১০ অপরাহ্ণ




বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন ও সম্মাননা ২০২০ : কাব্যচন্দ্রিকা একাডেমী পুরস্কার পেলেন সত্যজিৎ বিশ্বাস

ঢাকা প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু’র শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষ্যে “সাহিত্যের শুদ্ধতায় সৃজনশীল সৃষ্টি’’ এ  স্লোগান ধারন করে সুনামের সাথে সমায়ের গতিধারা সাহিত্যে অবদান রাখাতে সক্ষম হয় সংগঠটি। দু’বাংলার কবি-সাহিত্যিক,ছড়াকার, সাংবাদিক ও সংগঠক সহ বিভিন্ন শাখায় এবছর পুরস্কার প্রদান করে। করোনাভাইরাস এর কারনে সংক্ষিপ্ত পরিসারে ১৮ মার্চ বুধবার বিকালে বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর আয়োজনে, রংপুর জেলার গঙ্গাচড়া, পুটিমারী বিদ্যালয় প্রাঙ্গণে ’বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন করেন জনাব আবুল কালাম আজাদ (টিটুল) নোহালী ইউনিয়ন পরিষদ,গংগাচড়া,রংপুর।শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু নলীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহম্মদ আলীম উদ্দিন, বিশিষ্ট সাহিত্যিক, সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), কারমাইকেল কলেজ, রংপুর। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহম্মদ শাহ আলম, বিশিষ্ট সাহিত্যিক ও অধ্যাপক (বাংলা বিভাগ), কারমাইকেল কলেজ, রংপুর।

এটিএন বাংলার ব্যুরো প্রধান কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, কামরুজ্জামান লিপ্টন প্রামাণিক, চেয়ারম্যান, বেতগাড়ী ইউনিয়ন পরিষদ, বাবু নির্মলেন্দু গোস্মামী, সাবেক চেয়ারম্যান, জনসংযোগ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,রংপুর জেলা শাখা, মোহাইমিন ইসলাম মারুফ, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ বেতগাড়ী শাখা ও ইজারদার বেতগাড়ী বাজার, গংগাচড়া, ডাঃ দেবদুলাল রায়, বিশিষ্ট সমাজসেবক, গংগাচড়া,রপুর বক্তব্য রাখেন কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমীর সভাপতি পবিত্র মহন্ত জীবন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস এম কামরুজ্জামান বাদশাহ,কবি ও সাংবাদিক শাহ্ আলম, রংপুর নরেশ চন্দ্র রায়, তরণী কান্ত সরকার,নয়ন চন্দ্র মহন্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ বেতার রংপুর স্বনামধন্য কণ্ঠশিল্পী বাবু নদীয়া কিশোর রায়।

সাহিত্যে উজ্জ্বল অবদানের জন্য এবছরে আজীবন সম্মাননা পেয়েছেন – অধ্যাপক মোহম্মদ আলীম উদ্দিন, সাহিত্যে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন “প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও কাব্যচন্দ্রিকা স্মৃতি সসম্মাননা পেলেন আবুল কালাম আজাদ টিটুল।

কাব্যচন্দ্রিকা একাডেমী পুরস্কার” কবি দিলরুবা শাহাদাৎ , আনওয়ারুল ইসলাম রাজু , এ.এস.এম.হাবিবুর রহমান,নজরুল মৃধা , সত্যজিৎ বিশ্বাস, সংগ্রাম মিত্র, এড.মোঃ জাকিউল আলম সোহেল।

কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার- সনজিৎ মহন্ত ,আব্দুর রাজজাক,শামসুজ্জামান সোহাগ, তানজিলা বিনতে আজাদ , সৈয়দা উলফাত, বাদল রায় স্বাধীন, সাজু কবীর, সুচেতা লাহিড়ী মিত্র।

কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পুরস্কার – রেজাউল ইসলাম হাসু ,কবির কাঞ্চন, উত্তম মিত্র , পথিক মিজান, মোঃ মাজিদুল ইসলাম মুন্না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০