আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২, ২০২৩, ৮:৩৩ অপরাহ্ণ




প্রধানমন্ত্রী ময়মনসিংহে আগমনকে কেন্দ্র করে গৌরীপুরে বর্ধিত সভায় ভাংচুর-ইউপি চেয়ারম্যান আহত

১১মার্চ ময়মনসিংহে আসবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে প্রস্তুতি গ্রহণের জন্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন ও ৬নং বোকাইনগর ইউনিয়নের আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার (১মার্চ/২০২৩) বঙ্গবন্ধু চত্বরে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন। সঞ্চালনা করেন ২নং গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনজ্জামান পল্লব। যৌথ বর্ধিত সভায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনকে বক্তব্য না দেয়ায়কে কেন্দ্র করে উত্তেজেনা, আনোয়ার চেয়ারম্যান সমর্থকদের হট্টগোলে বর্ধিত সভা পÐ হয়ে যায়। সভার চেয়ার ভাংচুর করা হয়। এ সময় আহত হন ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২মার্চ/২০২৩) বিকেলে ২নং গৌরীপুর ইউনিয়নবাসী ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শহর প্রদক্ষিণ শেষে দৃষ্টান্তমূলক শাস্তি ও আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে গৌরীপুর থানার ভবনের ভিতরে প্রবেশের চেস্টা করলে পুলিশ ব্যারিকেট দেয়। বিক্ষোভকারীদের আশ^স্ত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান।

এ প্রসঙ্গে ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী জানান, বর্ধিত সভায় আমি বক্তব্যে বলেছি জননেত্রী শেখ হাসিনা আসবেন- আমাদের যা করতে হবে, আপনার নির্দেশ দিবেন, সবকিছু করার জন্য আমরা প্রস্তুত আছি। বক্তব্য শেষ হওয়ার পরে আমার নির্বাচনী নৌকা প্রতিকের সঙ্গে নির্বাচন করে পরাজিত আনোয়ার চেয়ারম্যানের লোকজন হট্টগোল করে। তার সঙ্গে আমার এখন কোনো বিরোধ ছিল না। তারপরেও আমাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। অল্পের জন্যে প্রাণে রক্ষা পেয়েছি। এ প্রসঙ্গে আনোয়ার হোসেন বলেন, আমাকে সভাপতি পপি সহ্য করতে পারে না। নাম শোনলেই উত্তেজিত হয়ে যান। এমন অবস্থায় নেতাকর্মীরা হট্টগোল করলে আমি কি! করতে পারি। আমি চেষ্টা করেছি, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এমপি সাহেবকে নিয়ে বেড়িয়ে এসেছি। সব ঘটনাই নেতাকর্মীদের সামনে ঘটছে। তিনি আরও বলেন, বর্তমান চেয়ারম্যান হযরত আলীর সঙ্গে তো আমার কোনো বিরোধ নাই। তিনি হয়তো ভাঙা চেয়ার বা দরজায় পড়ে আহত হতে পারেন বা তৃতীয়পক্ষের কেউ সুযোগও নিতে পারে। তার সঙ্গে তো কোনো কিছু হয়নি।

বোকাইনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন জানান, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের বক্তব্য দেয়া, না দেয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডের কারণে বর্ধিত সভা পÐ হয়ে যায়। এ সময় সভার কিছু চেয়ারও ভাংচুর করা হয়েছে। ২নং গৌরীপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকুনজ্জামান পল্লব জানান, আমি ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছিলাম। কিন্তু উপজেলা কমিটির সভাপতি তাকে বক্তব্য দিতে দেয়নি। এ নিয়ে বিরোধে বর্ধিতসভা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নীলুফার আনজুম পপি বলেন, বক্তব্য দেয়া, না দেয়ার বিষয়টা আমারও জানা নেই। জননেত্রী শেখ হাসিনা আসবেন উৎসবমুখর একটা প্রস্তুতি সভা চলছিল। কার্যালয় আমাদের জন্য একটা পবিত্র স্থানে। সেই স্থানে অস্ত্র নিয়ে প্রবেশ, হট্টগোল, ভাংচুর সব অপ্রত্যাশিত। হযরত আলী চেয়ারম্যানের মতো একজন নিরীহ মানুষের ওপর হামলা সত্যিই দুঃখজনক। নিন্দা জানানোর ভাষাও পাচ্ছি না। যারা জড়িত প্রশাসন নিশ্চয় তাদের খোঁজে বের করবেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, হযরত আলী চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় তারপুত্র মো. তোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৫৫) ও তার দু’পুত্র মো. সাদ্দাম হোসেন (৩০), মো. মোজাম্মেল হোসেন (৩৫) ও মেয়ের জামাতা মো. কামাল হোসেন (৩৭)সহ অজ্ঞাতনামা ৫/৭জনকে আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০