আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৫, ২০২১, ৩:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে দরিদ্র দুই কৃষক জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন অবস্থায় রোদ-বৃষ্টিতে তাদের পাকা ধান জমিতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা ওই দুই কৃষকের জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেয়।
দরিদ্র দুই কৃষক হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নেরর ধরুয়া গ্রামের আব্দুর রফিক ও অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা গ্রামের সোহেল রানা।
রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ওই দুই কৃষকের জমিতে গিয়ে যান। সেখানে গিয়ে আব্দুর রফিকের ৩০ শতক ও সোহেল রানার ২০ শতক জমির পাকা ধান কেটে দেন। পরে ধানের আঁিট মাথায় করে বাড়িতে পৌঁছে দেন তারা। এদিকে অপ্রত্যাশিত ভাবে বিনা মজুরিতে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারায় আনন্দে আত্মহারা হয়ে যান দুই কৃষক।
কৃষক আব্দুর রফিক বলেন এবছর ধানের ফলন ভাল হলেও চড়া মজুরির কারণে জমির ধান কাটতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছিল। আজ ছাত্রলীগের ভাইয়েরা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে গেছে।
অপরকৃষক সোহেল রানা বলেন চড়ামূল্যে শ্রমিক দিয়ে ধান কাটলে আমার উৎপাদন খরচ উঠবেনা। এই অবস্থায় জমির ধান বৈরী আবহাওয়া নষ্ট হচ্ছিল। ছাত্রলীগ ধান না কাটলে আমি ধান ঘরেই তুলতে পারতাম না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার বলেন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি আমরা। বৈরী আবহাওয়ায় ও শ্রমিক সংকটে অসহায় ও দরিদ্র কৃষকের কষ্টের উৎপাদিত ধান যেন নষ্ট না হয় আমরা সে চেষ্টাই করে যাচ্ছি।
ধানকাটায় অংশ নেন ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ, হামীম বিল্লাহ, মিজানুর রহমান মনির, তোফায়েল আহমেদ, মাজহারুল ইসলাম, নূরে আলম জুয়েল মিয়া, শামীম চৌধুরী প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০