আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মে, ৭, ২০২০, ৭:০৩ অপরাহ্ণ




গৌরীপুরে একদিনে ৪৫হাজার ৬০৩জন শিক্ষার্থীর পেলো ১৬লাখ ৪১হাজার ৭০৮প্যাকেট পুষ্টি বিস্কুট

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৭ মে/২০২০) তালে হোসেন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শিক্ষার্থীর মাঝে স্কুল ফিডিংয়ের বিস্কুট প্রধান করে কর্মসূচীর উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শোয়েব মুন্সী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, জেলা যুবলীগ নেতা তানজীর আহমেদ রাজীব, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাত্রলীগ নেতা শাহজাহান কবির প্রমুখ।
একদিনে উপজেলার ১৭৭টি সরকারি ও ৪টি মাদরাসা ৪৫হাজার ৬০৩জন শিক্ষার্থীর হাতে ১৬লাখ ৪১হাজার ৭০৮টি পুষ্টি বিস্কুট প্যাকেট বিতরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। তিনি আরো জানান, দেয়া বিস্কুটের ওজন ৯৬.১২৮১টন, ১২হাজার ৮১৭টি কার্টুন।
এদিকে পৌর শহরের সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, জাগরণীর প্রধান শিক্ষক শংকর চাকী, শেখলেবু স্মৃতির প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতাজ, সূর্যবালার প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন খান, পৌর মডেলের প্রধান শিক্ষক একেএম মাহজারুল আনোয়ার ফেরদৌস নিশ্চিত করেন তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ বিস্কুট বিতরণ করা হয়েছে।
বিস্কুট পেয়ে আনন্দি এবারও অভিভাবকরাও। সতিষার প্রাথমিক বিদ্যালয়ের নারী অভিভাবক রোজিনা আক্তার জানান, এবার ব্যাগভর্তি বিস্কুট দেয়া হয়েছে। প্রত্যেক ব্যাগে ৩৬টি করে বিস্কুটের প্যাকেট। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান আতা জানান, দুর্যোগকালীন সময়ে শিশুদের বাড়ি বাড়ি এ বিস্কুট পৌঁছে দেয়ার এ উদ্যোগকে স্বাগত জানান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০