আজ শুক্রবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ




গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সেরা গ্রাহক সম্মাননা

ময়মনসিংহের গৌরীপুরের হারুন টি হাউজের মালিক মোঃ হারুন মিয়ার নেতৃত্বে গেল শনিবার (২১ মে/২০২২) আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ‘মাদক  ছাড়ুন  চা ধরুন’ স্লোগানে আলোচনা সভা ও ৪৫জন গ্রাহককে সেরা চাপ্রেমী গ্রাহক সম্মাননা প্রদান করা হয়।

চা বিক্রেতা মোঃ হারুন মিয়া বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্ত চা পানের অনেক উপকারিতা আছে। চা ছাড়া আড্ডা জমে না। তেমনি ক্লান্তি দূর করতে এককাপ চায়ের তুলনা হয় না। আমার মত ক্ষুদ্র মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা অনুষ্ঠানে এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারি শিক্ষক আমিরুল মোমেনীন, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ ঘোষ, গোলাম কিবরিয়া, উত্তম পাল, তাসাদদুল করিম, প্রমুখ।

প্রসঙ্গত মোঃ হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের সতিষা এলাকায়। পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান দিয়ে পরিবারের হাল ও ছোট বোনের পড়াশোনার খরচ চালান তিনি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে হারুন নিজেও চলতি বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। তিনি স্বাধীনতার ৫০বছর উপলক্ষে মুক্তিযোদ্ধাদের ৫০% ছাড়ে চা আপ্যায়নসহ বিভিন্ন ব্যাতিক্রমী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০