আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ১, ২০২২, ১১:৫৯ অপরাহ্ণ




ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পাওয়ায় গৌরীপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আলম সংবর্ধিত

ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পাওয়ায় চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার গৌরীপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আলম কে রোববার (১ মে/২০২২) সংবর্ধিত করেন। এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ব্যাচের সংগঠন ‘ক্লাব ৯৭ গৌরীপুর’ এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আরএমজি ইন্টারন্যাশনালের পরিচালক সুশান্ত সাহা প্রেমু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবীর, আরএফএলের কর্মকর্তা মো. লোকমান হেকিম, উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবু রায়হান রানা, ওয়াল্টনের সিনিয়র অফিসার আশরাফুল আলম, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান, মো. আল আমিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, তোফাজ্জল হোসেন সোহেল, মো. ফারুকুল ইসলাম মাস্টার, শ্যামল ঘোষ, কামরুল ইসলাম সোহেল, রতন চন্দ্র সরকার, মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম শফিক, হারুন অর রশিদ, রফিকুল ইসলাম মঞ্জু, ইসতিয়াক আহমেদ, আবু জাফর মো. সাদেক, মো. মুরাদ হোসেন, মো. ছাইদুল ইসলাম, আলী আজম, সাবেক মেম্বার সোহেল রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন সরকার, নিবাস চন্দ্র বর্মণ, খোরশেদ আলম সুমন, অর্জুন মোদক, কাজীয়েল হাজাত শাহী মুনশী, শফিকুল ইসলাম অপু, সুমনা সফিনাজ লাভনী, নার্গিস আক্তার, হাসনাত জাহান, মাহমুদা আক্তার লিপি প্রমুখ।
উল্লেখ্য যে, পেশাগত কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছরের ২৬ জানুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়। এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সাবেক উপ কমিশনার ও বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মরত ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান মোহাম্মদ মাহফুজ আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি হিসেবে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
এনবিআর এর ভাষ্যমতে, কাস্টমস ও ভ্যাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মস্পৃহা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার লক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০