আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ




এ সরকারের দুঃশাসনের প্রতিবাদ জানাতে ধানের শীষ প্রতীকে ভোট দিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বর্তমান সরকারের নেতাকর্মীরাই সরকারের অন্যায়-অত্যাচার, নির্যাতন-নিপীড়নের গুমর ফাঁস করছে। দেশে গণতন্ত্র নেই, দেশে চলছে দুঃশাসন। মানুষের অধিকার হরণ করা হয়েছে। এই দুঃশাসনের প্রতিবাদ জানাতে ধানের শীষে ভোট দিন। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আতাউর রহমান আতা’র ধানমহালে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় শুক্রবার (১৫ জানুয়ারি/২০২১) প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দলীয় বিষয়ে মতবিরোধ থাকতে পারে। ধানের শীষে সবাই ঐক্যবদ্ধ। এ প্রতীক শহীদ জিয়ার, এ প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এ প্রতীক তারেক রহমানের, এ প্রতীক উন্নয়নের। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করা প্রত্যেক নেতাকর্মীর ঈমানী ও পবিত্র দায়িত্ব।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কোয়াছম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের মনোনীত প্রার্থী আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম আহŸায়ক ও জেলা কৃষক দলের আহŸায়ক আবুল বাশার আকন্দ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক সামছু, সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, পৌর যুবদলের আহŸায়ক সুজিত কুমার দাস, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নিহাত সালমান ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স আরো বলেন, ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে দেশে দুঃশাসনের অবসান করতে হবে। তারেক রহমানকে দেশে আসার পথ সুগম ও বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০