আজ শুক্রবার ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ণ




আজ গৌরীপুরের রুদিতা পাচ্ছে রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণপদক! বিটিভি লাইভ

দেশাত্মবোধক সঙ্গীতে এবারও দেশসেরা হয়েছে লাবিবা ইসলাম রুদিতা। আজ রোববার (২৯জানুয়ারি-২০২৩) বিকাল ৪টা ৫০মিনিটে অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর নিকট থেকে জাতীয় শিশু পুরস্কার স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করবে রুদিতা। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ২৯জানুয়ারি বিকেল ৪টা ১৫মিনিটে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ৩টা ১৫মিনিটে আমন্ত্রিত অতিথি ও শিশুদের আসন গ্রহণ, ৪টা ১৫মিনিটে মহামান্য রাষ্ট্রপতির আগমন ও জাতীয় সংগীত, ৪টা ১৭মিনিটে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, ৪টা ২৭মিনিটে স্বাগত বক্তব্য রাখেন সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, ৪টা ৩১মিনিটে শিশু উন্নয়ন, বিকাশ ও সুরক্ষা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪টা ৩৬মিনিটে বিজয়ী শিশুদের পক্ষে অনুভূতি প্রকাশ, ৪টা ৪০মিনিটে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, ৪টা ৪৪মিনিটের সভাপতির বক্তব্য রাখবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, ৪টা ৫০মিনিটে মহামান্য রাষ্ট্রপতির পুরস্কার বিতরণ, ৫টা ২মিনিটে প্রধান অতিথির ভাষণ, ৫টা ১৫মিনিটে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ৫টা ৩০মিনিটে জাতীয় সংগীত।
গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিনী শাহনেওয়াজ পারভীন শিউলীর কন্যা। রুদিতা গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের নিয়মিত সদস্য। এছাড়াও উদীচী শিল্পী গোষ্ঠিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে।
এছাড়াও রুদিতা লোক সংগীত বিভাগে স্কুল, উপজেলা- জেলা আর বিভাগের দেড়লাখ প্রতিযোগির সঙ্গে লড়াই করে ২০১৯ সনে নিজেকে দেশসেরা লোক সঙ্গীত শিশু শিল্পী হিসাবে কৃতিত্ব অর্জন করে। ওই বছরের ১২জুন জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ জাতীয় শিশু পুরস্কার স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র রুদিতার হাতে তুলে দেন।
রুদিতা ২০২২সনে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় ৪.২৮ পেয়ে উর্ত্তীণ হয়। তিনি শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। রুদিতার ছোট ভাই শাহরিয়ার ইসলাম তুর্জয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত।
রুদিতা সা-রে-গা-মা এর সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেয় তার মামা মো. জুবায়ের হোসেন তালুকাদার তানিম। এরপরে তয় আর লয়ে’র হাতেখড়ি ঘটে গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী এম.এ হাইয়ের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের শিক্ষক প্রদীপ সরকার রানা হারমোনিয়ামে হাতরাখার সাহস যোগান। প্রথম গানের সুর তুলে দেন প্রয়াত ওস্তাদ অঞ্জনা সরকার। এরপরে ভালো, আরো ভালো করার জন্য ছুটে চলে জেলা-বিভাগ আর রাজধানী শহর ঢাকায়।
রুদিতা ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে সংগীতে ৪ বছরের কোর্স সম্পন্ন করে। স্নেহ আর দরদের সঙ্গে ওস্তাদ লুৎফর রহমান খোকন ও আনোয়ার হোসেন আনু সিঁড়িবেয়ে উপরে উঠার তাগিদ দেন রুদিতাকে। সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে ছিলো সহযোগিতা। তারপরে ভর্তি হয় বাংলাদেশ শিশু একাডেমিতে। সেখানেও ৩বছরের কোর্সে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়। দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের নিকট লালন সংগীতে দিননির্দেশনা নিচ্ছে রুদিতা। উচ্চাঙ্গ সংগীতে দেখভাল করছেন ওস্তাদ বিজন পোদ্দার। রুদিতা অগ্রযাত্রায় সহযোগিতার হাত বাড়ান নেত্রকোণার ওস্তাদ নিখিল চন্দ্র সরকার। রুদিতা জানায়, আমার গ্রামের বাড়ি সহনাটী ইউনিয়নের গিধাউষা। নেত্রকোণা ও ময়মনসিংহ জেলার সীমান্ত আর ৩টি উপজেলার সীমানাঘেঁষে সবুজছায়ার আবরণেমাখা। সেই আবরণ অঙ্গে মেখে ছুটছি, শিখছি। পরিবারের সমর্থন ছাড়া এতোদূর পাড়ি দেয়া কখনও সম্ভব হতো না। চারপাশের সবারও রয়েছে সহযোগিতা।
রুদিতার বাবা মো. শফিকুল ইসলাম লিটন জানান, আসলে মেয়ের অর্জনে আমরা গর্বিত। লিটনের মেয়ের স্থলে আমি এখন ‘রুদিতার বাবা’ হিসাবে পরিচিত। সঙ্গীতাঙ্গনে এ পরিচয়েই সবাই ডাকে, সত্যিই অনুভূতি, অন্যরকম, যা ভাষায় বুঝানো যাবে না। তিনি আরো বলেন, রুদিতা এ অগ্রযাত্রা অসংখ্য মানুষ সহযোগিতা করেছেন ইন্দ্র মোহন রাজবংশীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০