আজ শনিবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৪, ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ




রান্না করা পছন্দ নয় শাহরুখপত্নী গৌরীর

বাহাদুর ডেস্ক :

সুপারস্টার শাহরুখ পত্নী গৌরী খান। এ পরিচারয়ের বাইরে তারও রয়েছে নিজের আলাদা পরিচয়।  ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেআগেই সুখ্যাতি কুড়িয়েছেন গৌরী। সম্প্রতি  গৌরী খান  এবার ফ্যাশন ম্যাগাজিন পিকক কভার ফটোশ্যুট সেরে নিজের ফ্যাশন সেন্স এবং পছন্দের পোশাক সম্পর্কে ধারণা দিলেন। ফটোশুটে গৌরী বুঝিয়ে দিলেন বয়স যেন গৌরীর কাছে সংখ্যা মাত্র। ছবিতেও তা স্পষ্ট।

সেই কাভার ফটো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।  ছবি পোস্ট করতেই ইন্ডাস্ট্রির বহু সহকর্মীরা গৌরীর প্রশংসায় ভরিয়ে দেন। ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গৌরি বলেন, ‘আমি দিল্লির লেডি শ্রী রাম কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করি। কঠোর আর্মি পটভূমি পরিবারে জন্মগ্রহণ করেছি আমি। পড়াশোনা শেষ করার পরে, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ডিজাইনিং-এর ছয় মাসের একটি কোর্স করি। কারণ ছোটবেলা থেকেই শিল্প আমাকে মুগ্ধ করেছে’।

ম্যাগাজিননটির সাক্ষাৎকারে নিজের সন্তানদের নিয়ে গৌরী বলেন, ‘আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রাম সময় চায়, তবে শাহরুখ এবং আমি, দুজনেরই যথেষ্ট সময় আছে তাই আমরা বাবা-মা হিসাবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই’।

গৌরী তাদের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের ডিজাইন করেন। গৌরী  তার পরিবারকে তার সবথেকে বড় ‘পরামর্শদাতা’ এবং তার ‘অনুপ্রেরণা’ হিসাবে অভিহিত করেন।

কীভাবে একজন প্রযোজক, ডিজাইনার, স্ত্রী, মা, ইত্যাদি হিসেবে সব কিছু সামাল দেন গৌরী এ প্রশ্নের মুখে গৌরী বলেন, আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা তাদের স্কুল ও কলেজ নিজেদেরটা সামলে নেয়। ছোট্ট আব্রাম সময় চায়, তবে শাহরুখ এবং আমি, দুজনেরই যথেষ্ট সময় আছে তাই আমরা বাবা-মা হিসাবে আমাদের দায়িত্ব ভাগ করে নিই। আমার কাছে যথেষ্ট সময় আছে কাজ করার মতো এবং আমি যা পছন্দ করি তাই করি এবং সেই সম্পর্কে দারুণ উৎসাহী আমি। এগুলো খুব সহজেই করতে পারি’। তিনি আরো বলেন, পুরনো ক্লাসিক সিনেমা দেখতে পছন্দ করেন তিনি। তবে রান্না করা তার মোটেই পছন্দ নয়।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০