আজ শনিবার ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৩০, ২০২০, ৭:৩১ অপরাহ্ণ




পথের মানুষের দু’দিনের ইফতারের দায়িত্ব নিলো গৌরীপুরের স্বজনরা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইফতারকালীন সময়ে দোকানাপাট বন্ধ, তবে রাস্তায় আছেন রিস্কাচালক, দরিদ্র পেশাজীবী ও দুস্থ কিছু মানুষ। যারা ইফতারের এ সময়টুকুতে পানিও পাচ্ছেন না। এমন মানুষদের খোঁজে প্রতিদিন বের হচ্ছেন ১০/১২জনের একটি স্বেচ্ছাসেবক টিম। যাদের হাতে ঝুলছে ইফতারের প্যাকেট। এটি ময়মনসিংহের গৌরীপুরের দৈনন্দিনের দৃশ্যপট। যার নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস।
এ টিমের সঙ্গে দু’দিনের ইফতারের দায়িত্ব নিলেন দেশের শীর্ষপাঠকপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তর এর দেশসেরা পাঠক সংগঠন গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। বৃহস্পতিবার ও শুক্রবার এ দু’দিন স্বেচ্ছাসেবক টিমের সঙ্গে থাকবেন স্বজনরা। প্রথমদিন বৃহস্পতিবার ৩শ মানুষের জন্য ইফতার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।
বুধবার (২৯ এপ্রিল/২০২০) রাতে এ বিষয়ে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের কার্যালয়ে টিম প্রধান সঞ্জিত চন্দ্র দাসের সঙ্গে মতবিনিময় করেন স্বজনরা। উপস্থিত ছিলেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, পথের ইফতার টিমের স্বেচ্ছাসেবক গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলী আসকর সোহাগ, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রানা সাহা, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান খান সুমন।
মতবিনিময় সভায় ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। তিনি বলেন, প্রতিদিন ২শ মানুষের মুখে আহার তুলে দেয়া অনেক সুভাগ্যের বিষয়। সঞ্জিত চন্দ্র দাস বলেন, আমরা উদ্যোগ নিয়েছি, ইতোমধ্যে ব্যাপক সাড়াও পাচ্ছি, স্বজন সমাবেশ এগিয়ে আসায় ভালো লাগছে। স্বজনদের প্রত্যেকটি ভালো কাজে আমিও অংশ নিবো।
মতবিনিময় শেষে সংগঠনের সভাপতি ও সম্পাদক ‘পথের ইফতার’ টিমের প্রধান ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের আর্থিক সহযোগিতা তুলে দেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০