আজ মঙ্গলবার ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গৌরীপুরে বিশ্ব নৃত্য দিবস পালিত গৌরীপুরে গার্মেন্ট কর্মীকে গণধর্ষণের ঘটনায় ফাঁসাতে গিয়ে দেবর-ভাবী এখন জেল হাজতে! সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে-ধর্মমন্ত্রী ময়মনসিংহ – শেরপুর আঞ্চলিক মহাসড়কের ১৮কিঃ মিঃ সড়ক দূর্ঘটনা কবলিত পরিণত গৌরীপুর ছাত্র ইউনিয়নের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান রাজনীতিবিদ ভাষা সৈনিক এম.সি.এ হাতেম আলী মিয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত ফেইসবুকে ধর্মীয় মুল্যবোধে আঘাত করায় জিকেপি কলেজের প্রদর্শক সুনীল গ্রেফতার তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু তারাকান্দায় ছুরিকাঘাতে ব্যবসায়ী যুবক খুন
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ




গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২২তম জন্মদিন উদযাপিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে দৈনিক যুগান্তরের ২২তম জন্মদিন উদযাপন উপলক্ষে সোমবার (১ ফেব্রুয়ারি/২০২১) বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আ: গফুর, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, গৌরীপুর মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আহসানুল হক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার প্রভাষক মাহবুবুর রহামন মানিক, গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন সরকার, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, সহকারি শিক্ষক উজ্জ্বল রবি দাস, গৌরীপুর আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ মোখলেছুর রহমান, দৈনিক আজকালের খবর গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, দৈনিক এই বাংলা গৌরীপুর প্রতিনিধি মোখলেছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোঃ এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন।
কবিতা আবৃত্তি, গল্পবলা ও সংগীতানুষ্ঠানে অংশ নেন উপজেলা স্বজনের সহ-সভাপতি শামীমা খানম মিনা, লুৎফা আক্তার, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক গোপা দাস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গৌরীপুর শাখার সভাপতি পলাশ মাজহার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কবি অনামিকা সরকার, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর লেখক সংঘের দপ্তর সম্পাদক আফরোজা আবেদীন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, চট্টগাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি, উপজেলা স্বজনের স্কুল বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, মাহফুজুর রহমান, আশিকুর রহমান রাজিব, তাসাদদুল করিম, মুন্নি আক্তার, ক্ষুদে স্বজন ফারহান আফছার তাইফ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের মুখপত্র দৈনিক যুগান্তর। পত্রিকাটির জন্মও দিয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি শুধু পত্রিকা-টেলিভিশন নয়, নুরুল ইসলাম বাবুল এদেশের লাখো বেকার যুবককে কর্মসংস্থান করে দিয়ে গেছেন। টেকসই স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তিনি। সেই পথে হাঁটছে আজকের বাংলাদেশ। তিনি আরো বলেন, দৈনিক যুগান্তরকে অনুসন্ধানীমূলক বস্তুনিষ্ঠ সত্য-তথ্যবহুল সংবাদে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য আর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল শুধু দেশকে স্বাধীন করেও থেমে থাকেননি। অর্থনৈতিক স্বনির্ভর বাংলাদেশের জন্য সেই যুদ্ধ অব্যাহত রেখেছিলেন।
বাংলাদেশ সাংবাদিক সমিতি গৌরীপুর শাখার সভাপতি ম. নূরুল ইসলাম বলেন, দৈনিক যুগান্তর আজ টগবগে তারুণ্যদীপ্ত এক যুবক। বাইশ মানে পরিণত বয়স। এই বয়সে মহাযুদ্ধে যুবকরা পিছপা হয় না, বিজয় সুনিশ্চিত করে। দৈনিক যুগান্তরও সংবাদপত্র জগতে তাই করে যাচ্ছে।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো: আ: গফুর বলেন, দৈনিক যুগান্তর পাঠকরা পড়েন। সকাল বেলার চায়ের টেবিলে যুগান্তর ছাড়া একদিনও কল্পনা করতে পারি না। দৈনিক যুগান্তর বঞ্চিত মানুষের মুখপত্র। শহর কেন্দ্রীক নয়, প্রত্যন্ত অঞ্চলের সংবাদটিও গুরুত্বের সঙ্গে প্রকাশ করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০