আজ বুধবার ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন গৌরীপুরে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্র স্মরণ’ তারাকান্দা যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় যুবদল সভাপতি টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল তারাকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ব্র্যাকের অর্থ সহায়তা গৌরীপুরে কর্মরত সাংবাদিকদের স্মারকলিপি তারাকান্দায় বাট্টাভাটপাড়া এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে সংবর্ধনা গৌরীপুরে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী হলেন যাঁরা তারাকান্দায় মোটরসাইকেল দূর্ঘটনা বাড়ছে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে ওমরা হজ্জে নেয়ার প্রলোভনে,প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩১, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ




গৌরীপুরে ৯ ইউনিয়নে অবৈধ ভোটের সংখ্যা ৪হাজার ১৮

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দেয়া ভোটের মধ্যে অবৈধ ভোটের সংখ্যা এবার ৪হাজার ১৮ফঃ। যা বিগত বছরের নির্বাচনের চেয়ে ৯২৬ ভোট বেশি বলে নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করে।
১০টি ইউনিয়নে মোট ভোটার ২লাখ ৩২হাজার ১৭২জন। তার মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১৮হাজার ৩৯০জন ও মহিলা ভোটার ১লাখ ১৩হাজার ৭৮২জন। মোট ৯৯টি কেন্দ্রের ৬১৫টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত ৩০টি আসনে ১২৭জন নারী প্রার্থী ও সাধারণ ৯০টি ওয়ার্ডে ৩৯৪জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ১নং মইলাকান্দা ইউনিয়নে ২৮৩ ভোটটি অবৈধ ভোট। এ ইউনিয়নে মোট ভোট ২২হাজার ৭৬১, তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৭হাজার ৭৮জন। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. রিয়াদুজ্জামান রিয়াদ ৮হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জোসেফ উদ্দিন জর্জ পান ৬হাজার ২২১ ভোট। ২নং গৌরীপুর ইউনিয়নে ৩৫৯ ভোট অবৈধ। এ ইউনিয়নে ২০হাজার ৫৭৭জনের মধ্যে ১৬৮২৪জন ভোট প্রদান করেন। নৌকা প্রতীকের প্রার্থী মো. হযরত আলী ৯হাজার ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. আনোয়ার হোসেনের ঘোড়া প্রতীকে পায় ৫হাজার ১৫৯ ভোট।
এদিকে ৩নং অচিন্তপুর ইউনিয়নে ৪৬৩ ভোট অবৈধ। ২১হাজার ৯১৫জনের মধ্যে ভোট প্রদান করেন ১৬হাজার ৯৬২জন। এ ইউনিয়নে ৭হাজার ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপি নেতা মটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. জায়েদুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছাত্রদল নেতা শাহ মো. উবায়দুল্লাহ সুমনের চশমা প্রতীক পেয়েছে ৪হাজার ৯ ভোট। ৪নং মাওহা ইউনিয়নে ৩৩৭ ভোট অবৈধ। ২১হাজার ৭৩১জনের মধ্যে ভোট দেয় ১৬হাজার ৯৩৭জন। এ ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মো. আল ফারুক ঘোড়া প্রতীকে ৬হাজার ৮৪১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ কালন পান ৪হাজার ৩৫০ ভোট।
অপরদিকে ৫নং সহনাটী ইউনিয়নে ২৭০ ভোট অবৈধ। ২৩হাজার ১২৩জনের মধ্যে ভোট প্রদান করেন ১৭হাজার ৯৪০জন। নৌকা প্রতীকের প্রার্থী মো. সালাউদ্দিন কাদের রুবেল ৬হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শামছুজ্জামান জামাল পান ৬হাজার ২৫২ ভোট। ৬নং বোকাইনগর ইউনিয়নে ৪৮২ ভোট অবৈধ। ২৪হাজার ৭৭৬জনের মধ্যে ১৮হাজার ৭০০জন ভোট দেয়। ঘোড়া প্রতীকে আ’লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ৭হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চশমা প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ পেয়েছেন ৪হাজার ৯০৮ ভোট।
এদিকে ৭নং রামগোপালপুর ইউনিয়নে ৭১৪ ভোট অবৈধ। ২৮হাজার ৫২১জনের মধ্যে ২১হাজার ৮৬৯জন ভোটাধিকার প্রয়োগ করে। আনারস প্রতীকে আ’লীগ বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল আমিন জনি ৪হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম শিকদার পেয়েছেন ৩হাজার ৭৮৮ ভোট। ৮নং ডৌহাখলা ইউনিয়নে ৬২৩ অবৈধ। ২৭হাজার ৬৬জনের মধ্যে ২০হাজার ৪৮৬জন ভোট প্রদান করে। তাদের মধ্যে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম.এ কাইয়ুম ৭হাজার ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি নেতা মোহাম্মদ আবুল হাসিম সাত্তার মন্ডল পান ৬হাজার ১৪৯ ভোট। ৯নং ভাংনামারী ইউনিয়নে ৪৮৭ ভোট অবৈধ। ১৯হাজার ৯৫৪জনের মধ্যে ১৫হাজার ৮৫৮জন ভোট দেয়। এরমধ্যে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নেজামুল হক ৫হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাংবাদিক মো. আমান উল্লাহ আকন্দের টেলিফোন প্রতীক পায় ৩হাজার ১৭০ ভোট।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১