আজ শনিবার ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে ওমরা হজ্জে নেয়ার প্রলোভনে,প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ তারাকান্দায় দু’মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১ মে দিবসে গৌরীপুরে ডেকোরেটর কারিগর শ্রমিক ইউনিয়নের বর্ণিল শোভাযাত্রা মহান মে দিবসে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা বিশ্ব শ্রমিক দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা মহান মে দিবসে গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগের বর্ণিল শোভাযাত্রা অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: শেখ হাসিনা কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গৌরীপুরে বিশ্ব নৃত্য দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৯, ২০২১, ১১:০৪ অপরাহ্ণ




গৌরীপুরে অটোচালক হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রীর মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামের নিহত অটোচালক শাহিনুর ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় রোববার (১৯ এপ্রিল/২০২১) গৌরীপুর থানায় তার স্ত্রী মোছা. পারভীন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নিখোঁজের ৫দিনপর অটোচালক শাহীনুর ইসলামের (৫২) লাশের সন্ধান মিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে!
মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, হাসপাতালের রির্পোট ও পরিবারের দাবি বিষাক্ত পয়েজনিংয়ের কারণে অটোচালক শাহিনুর ইসলামের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্তকরণের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মামলা ও পরিবার সূত্র জানায়, গত ২১মার্চ ১লাখ ৬৪হাজার টাকা দিয়ে সবুজ রংয়ের চায়না অটোগাড়ী কিনে। সেই গাড়ি নিয়ে যাত্রীবহনের উদ্দেশ্যে সোমবার ১২এপ্রিল সকাল ৮টা ১০মিনিটে বেড়িয়ে যায়। ওইদিন ফিরে না আসায় নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মোছা. পারভীন আক্তার গৌরীপুর থানায় মঙ্গলবার (১৩ এপ্রিল/২০২১) সাধারণ ডাইরি (জিডি) করেন। জিডি নং ৪৭৬। এরপর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুজি অব্যাহত রাখে। শনিবার ১৭ এপ্রিল সকালে অ্যাম্বুলেন্স চালক জামাল মিয়া (৫৫) এর মাধ্যমে ময়মনসিংহ হাসপাতালের লাশঘরে রক্ষিত দু’টি লাশের ছবি দেখে শাহিনুরের পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন। হাসপাতাল সূত্র জানায়, সেখানে শাহিনুর ইসলামের নাম মো. আঃ ছালাম (৯০), পিতা- আবু তাহের, গ্রাম- কান্দিপাড়া, জেলা কিশোরগঞ্জ লিপিবদ্ধ রয়েছে। হাসপাতালে ১২এপ্রিল বিকাল সাড়ে ৪টায় ভর্তি করা হয়েছে। ১৩এপ্রিল রাত ১টা ১৫মিনিটে মারা যান। মৃত্যুর কারণ হিসাবে বিষাক্ত পয়েজনিং ‘SEDATIVE POISONINE’ উল্লেখ রয়েছে। শনিবার (১৭ এপ্রিল/২০২১) পরিবার লাশ গ্রহণ করেন। ওইদিন সন্ধ্যায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে শনিবার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। ভাই’র মৃত্যুতে বারবার মুর্চা যাচ্ছেন ছোট বোন তাসলিমা আক্তার নিলা। ছেলেকে হারিয়ে মা মোমেনা খাতুন অনেকের স্মৃতিশূন্য হয়ে পড়েছেন। পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করে পুত্রের আত্মার মাগফেরাত ও শহীদি মৃত্যু বলে প্রলাপ বকছেন। ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাইলেন তার বোন তাসলিমা আক্তার নিলা। তিনি বলেন, বসতঘরের মালামাল কেনার জন্য সেদিন সঙ্গে ২০হাজার টাকাও নিয়ে যান।
নিহতের স্ত্রী মোছা. পারভীন আক্তার জানান, সোমবার সকালেই স্বামীর সঙ্গে শেষ কথা হয়। তিনি কোন মোবাইল ফোন ব্যবহার করতেন না। প্রতিদিন ১০টার দিকে চলে আসলেও সেদিন আর ফিরে আসেনি। সারারাত অপেক্ষা ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ-খবর নিয়ে তার কোন সন্ধান মিলেনি। অবশেষে সকালে থানায় এসে সাধারণ ডায়রী করেন। তিনি বলেন, বসতঘরের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়েছিলেন। সেই কাজ আর করে যেতে পারলেন না। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১