আজ শুক্রবার ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে আশরাফ তুঙ্গে ওমরা হজ্জে নেয়ার প্রলোভনে,প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ২ তারাকান্দায় দু’মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১ মে দিবসে গৌরীপুরে ডেকোরেটর কারিগর শ্রমিক ইউনিয়নের বর্ণিল শোভাযাত্রা মহান মে দিবসে রাজ ওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণিল শোভাযাত্রা বিশ্ব শ্রমিক দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা মহান মে দিবসে গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগের বর্ণিল শোভাযাত্রা অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: শেখ হাসিনা কৃষিবিদ ড. সামীউল আলম লিটনের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গৌরীপুরে বিশ্ব নৃত্য দিবস পালিত
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৮, ২০২০, ১১:১২ পূর্বাহ্ণ




ঝিনাইগাতীতে ১০ চালকল কালো তালিকাভুক্ত

শেরপুর প্রতিনিধি :

নিম্নমানের চাল সংগ্রহসহ গত বোরো মৌসুমে চুক্তি মোতাবেক খাদ্যগুদামে (এলএসডি) চাল সরবরাহ না করায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০ চালকলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

কালো তালিকাভুক্ত চালকলগুলো হলো- মেসার্স বিউটি, আশরাফ, আল আমিন, হাসান, নুরজাহান, শহীদ, জায়েদা, রহিম, জাকির, আশরাফুল চালকল।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বোরো মৌসুমে এ উপজেলায় খাদ্যগুদামে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগ ওঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে খাদ্য বিভাগ।

ওই কমিটির তদন্ত প্রতিবেদন এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভার সিদ্ধান্তে উপজেলার ১০ চালকল চলতি আমন মৌসুমে চাল সরবরাহ হতে বিরত রাখতে কালো তালিকাভুক্ত করা হয়।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আয়মন বিনতে ফেরদৌস নূপুর বলেন, ‘আমি এ খাদ্যগুদামে গত ১০ জুন যোগদান করি। যোগদান করে খাদ্যগুদামের তৎকালীন কর্মকর্তা (এলএসডি) বিকাশ চন্দ্র দেবনাথের কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে গিয়ে দেখি বোরো মৌসুমে নিম্নমানের চাল সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা খাদ্য নিয়ন্ত্রক তাৎক্ষণিক দুটি তদন্ত কমিটি গঠন করে দেন। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১০ চালকল কালো তালিকাভুক্ত করা হয় এবং আমি ৯ সেপ্টেম্বর দায়িত্ব বুঝে নেই।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘এ গুদামে একটি ব্যবসায়ী চক্র এখানে দীর্ঘদিন ধরে নিম্নমানের চাল সরবরাহ করে আসছে। ওই চক্রটি বোরো মৌসুমের শেষ দিকে নিম্নমানের চাল গ্রহণে চাপ দিয়ে ব্যর্থ হয়ে আমাকে বদলি করার হুমকি দিয়ে বিভিন্ন দফতরে অভিযোগ দেয়া শুরু করেছে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোরশেদুজ্জামান বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। এ উপজেলার ৫৬ চালকলের মধ্যে ৪৬টি চালকল মালিকের সঙ্গে চলতি আমন মৌসুমে ৭৮৪ল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে খাদ্য বিভাগ।’

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ খন্দকার কালো তালিকাভুক্ত করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও অধিকতর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১