শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

আব্দুল হেকিম কাকার প্রস্হান ও শূন্যতা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২১, ১১:৩৮ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন কামাল :

 সবচাওয়া যেমন পাওয়া হয়ে উঠে না, সবকথা তেমন বলাও হয়ে উঠে না। সুপ্ত তার বিবিধ আকার নানা সমাহারে সমাহিত হতে হতে অল্প-স্বল্প যা কিছু রাখে, তারই ফাঁকে ফাঁকে নানা গল্পের কল্প নিয়ে রচিত মানুষের সুখ-দুখের মাঝেও এমন কিছু কল্পতীত কষ্ট থাকে; কাঁটার মতন ছড়িয়ে পড়ে বুকের ব্যাভিচারী দিকে দিকে। ক্রমশই সে কুণ্ডলি তীর্যক কণ্ঠনালী ছিঁড়ে উদয়াস্ত ব্যথিত বেগে বৃষ্টির মত ঝরে ঝরে পড়ে।

নির্বাক এই নিস্তরঙ্গে, অভিঘাতের অসার অঙ্গে নিথর হয়ে আসে হাত, আংগুলের ঠোঁটে জোটে-না আর শব্দের বরাত। আলকাতরার মতন দিনগুলি আর বজ্রের মতন করাতের রাতগুলি আড়ালি-হৃদয়ের ব্যাকুলি নিয়ে ছুটে-ছুটে যায় বিদেহী ‘শ্রদ্ধেয় হেকিম কাকা’র না-থাকার বেদনায়। আপন মহিমায় জ্বলছিলো- জীবনের যাবতীয় বিভূতি। অর্জিত বিদ্যার বিভাবরী আঙ্গিনায়, পঠিত প্রণয়ের পেখমিত বর্নাঢ্য। রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ক্রিড়াঙ্গন, শিক্ষাঙ্গন এমন কি সর্বস্থরে পরিব্যপ্ত তার মেধা ও মনন । সকল প্রতিভা ছড়িয়ে গোলাপের সুবাস বিলিয়ে, প্রতিহিংসা কে ভালোবাসা দিয়ে গুলিয়ে দেশ-জাতির হিতাকাঙ্ক্ষায় উন্মুখ, নিবেদিতপ্রাণ। তখনই ৫৮ বছরের পরিভ্রমিত পেখম; হঠাৎ ধেয়ে আসা মৃত্যুর তমসা নিয়ে গেলো আপনাকে অদৃশ্যের নিরালোকে।

হায়রে জীবন! নিঠুর জীবন! এতো অল্পে যাওয়াটাই যদি ছিলো নিয়তির লিখন, কেন তবে এতো এতো প্রীতি-প্রেমের শুদ্ধজ্ঞানে অবিরত অবগাহন! কেনই-বা তবে নিরন্তর নিষ্ঠার এই নিষ্কলুষ নিবেদন! নিবেদিত সে-ভূমে শূণ্যতার নিকষ নির্জনে বড় বেশী ব্যথিত আমরা। হেকিম কাকার আদর্শ বুকে ধারন ও লালন করছি আমরা যারা চির বিদায়ে মহান রাব্বুল আলামিনের দরবারে চাইছি, আপনার বিদেহী আত্মার চিরন্তন প্রশান্তি।

আব্দুল্লাহ আল মামুন কামাল
প্রভাষক ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ
সভাপতি
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা