মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৮, ২০২১, ১:৫৩ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) এই গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে ২ হাজার ১২৯ প্রার্থীর প্রকাশ করা হয়েছে। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে বাদ পড়েছেন ৭৫ জন।

৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী।

২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। এর আগের বছরের ২৯ ডিসেম্বর এই প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড সৃষ্টি হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।

এ বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে আবেদন নেওয়া হয় ৯৫৫টি পদের বিপরীতে।

টি.কে ওয়েভ-ইন