বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩৭বছর যাবত ঝুলে থাকা বিরোধ নিষ্পত্তি করলো গৌরীপুরে লিগ্যাল এইড কমিটি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৩, ২০২১, ৮:২৪ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর/২০২১) উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসিওয়াস ময়মনসিংহের ফিল্ড সমন্বয়কারী নাহিদ হাসান জানান, উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়ার ৩৭বছর ধরে ঝুলে থাকা জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি বিরোধ লিগ্যাল এইড ময়মনসিংহে নিষ্পত্তি করা হয়েছে। এতে উভয় পরিবারের মাঝে শান্তি বিরাজ করায় সভায় সন্তোষ্টি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমোক্রেসিওয়াস ময়মনসিংহের ফিল্ড সমন্বয়কারী নাহিদ হাসান। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বেগম সুলতানা আকন্দ, কৃষি বিভাগের প্রতিনিধি শচীন চন্দ্র সরকার, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রাণী ধর, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন, ইউপি মেম্বার মোছা. মদিনা খাতুন প্রমুখ। অসহায়দের আইনী সহযোগিতা প্রদানের লক্ষে ডেমোক্রেসিওয়াচের তত্ত্বাবধানে গৌরীপুরে লিগ্যাল এইডের অফিস স্থাপন করার সিদ্ধান্ত হয়।