শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

৩৪ জলদস্যুর অস্ত্রসহ আত্মসমর্পণ আজ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২০, ১:১০ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

সুন্দরবন, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালীর পর এবার চট্টগ্রামের বাঁশখালীতে ৩৪ জলদস্যু তাদের হেফাজতে থাকা অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করবে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে বাঁশখালী উপজেলার চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।

পরে চাম্বল এলাকা থেকে গাড়িযোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগদান করবেন।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহামুদুল হাছান মামুন।

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামালের সফরসঙ্গী হিসেবে থাকছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল্ মামুন ও পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদ।

এ উপলক্ষে র‌্যাব-৭, চট্টগ্রাম জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে রয়েছেন। উপকূলীয় এলাকার আত্মসমর্পণকারীরা হলেন– ছনুয়া ইউনিয়নের আবদুল হাকিম বাইশ্যা, মো. ইউনুচ মেম্বার, নেজাম উদ্দীন, আবদুল গফুর, আহমদ কবির মানিকসহ অর্ধশতাধিক জলদস্যুর নাম রয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়ার পর এবার বাঁশখালীতে অস্ত্রসহ আত্মসমর্পণ করতে যাচ্ছে বাঁশখালীর অর্ধশতাধিক জলদস্যু।

টি.কে ওয়েভ-ইন