মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২৫ কেজির কাঁঠাল দেখতে মানুষের ভিড়

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ জুন, ২০২৩
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জুন, ৭, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলের বীরবেদাগৈর ইউনিয়নের কামটখালীতে ২৫ কেজি ওজনের কাঁঠাল দেখতে মো. দুলাল মিয়ার বাড়িতে উৎসুক মানুষ ভিড় করছেন। অনেকে কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।

জানা যায়, রোববার (৪ জুন) দুলাল মিয়া গাছ থেকে কাঁঠালটি পাড়েন। এসময় আকৃতির চেয়ে ওজন বেশি মনে হওয়ায় দাঁড়িপাল্লায় ওজন করে দেখা গেছে কাঠালের ওজন ২৫ কেজির উপরে। পাকার জন্য কাঁঠালটি বাড়িতে রেখে দিয়েছেন।

কাঁঠালের মালিক মাইক্রোচালক মো. দুলাল মিয়া জানান, গাছ থেকে কাঁঠালটি পাড়ার পর ওজন করে দেখা যায়, এটির ওজন ২৫ কেজির বেশি। এতো বেশি ওজনের কাঁঠাল এর আগে তিনি দেখেননি। তবে গত বছর একই গাছ থেকে ২৩ কেজি ওজনের কাঁঠাল বিক্রি করেছিলেন। এবারও ২৩ কেজি ওজনের একটি কাঁঠাল ৬ শত টাকায় বিক্রি করেছেন।

দুলাল মিয়ার বাগানে ৫০ থেকে ৬০টি কাঁঠাল গাছ রয়েছে। যেখানে প্রতিটা গাছে পর্যাপ্ত কাঁঠাল ধরেছে। তিনি জানান, গত কয়েক বছর ধরে গাছগুলোতে কাঁঠাল ধরছে। তবে সবগুলো কাঁঠালই ২০ কেজির উপরে ছিল। এবারও গাছে ৮ থেকে ১০টি কাঁঠাল ধরেছে। সবগুলো কাঁঠালই বড় আকৃতির হয়েছে। তবে দুটি কাঁঠাল খুবই বড় আকৃতির হয়েছে। ২৫ কেজির ওজনের কাঁঠালটি দেখতে গত কয়েকদিন ধরে তার বাড়িতে অনেক মানুষ ভিড় করছে। কাঁঠাল দেখতে উৎসুকদের মধ্যে পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, এতো বড় কাঁঠাল এর আগে দেখি নাই। তাই দেখতে এলাম।

স্থানীয় ইউপি সদস্য মো.ইলিয়াস কাঞ্চন বলেন, আমি কাঁঠাল দেখতে গিয়েছিলাম। এই কাঁঠাল দেখতে দুলালের বাড়িতে প্রতিদিন মানুষ ভিড় করছেন। ছবি তুলেছেন। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে। নান্দাইলের মাটি উর্বর হওয়ায় প্রচুর কাঁঠাল ফলে।