রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

২০০ বছর পর ক্যাপিটল ভবনে এমন হামলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৭, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল ভবনে এর আগে ১৮১৪ সালে হামলা হয়েছিল। ক্যাপিটল ভবনে হামলার সেই ঘটনার ২০৬ বছর পর বুধবার ফের এমন হামলার ঘটনা ঘটল।

ক্যাপিটল হিস্ট্রি সোসাইটির বিশেষজ্ঞরা জানিয়েছন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধের সময় ১৮১৪ সালে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল ব্রিটিশরা। খবর বিবিসির

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ব্রিটিশ বাহিনীর এ যুদ্ধ ‘ওয়ার অব ১৮১২’ নামে পরিচিতি। এ যুদ্ধ শুরু হয় ১৮১২ সালের জুন মাসে, আর শেষ হয় ১৮১৫ সালে।

১৮১৪ সালের আগস্টে ব্রিটিশ সেনাবাহিনীর ভাইস অ্যাডমিরাল স্যার আলেকজান্ডার কুকবার্ন এবং মেজর জেনারেল রবার্ট রসের নেতৃত্বে ক্যাপিটল ভবনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভবনটি তখন নির্মাণাধীন ছিল।

১৮১৪ সালে ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল ব্রিটিশরা-বিবিসি

 

সে সময় যুক্তরাজ্যের উপনিবেশের অধীন ছিল কানাডা। আর আপার কানাডার রাজধানী ইয়র্কে মার্কিন হামলা ও অগ্নিসংযোগের প্রতিশোধ নিতেই ওয়াশিংটনে ব্রিটিশ বাহিনী এ হামলা চালায়।

শুধু ক্যাপিটল ভবন নয়, হোয়াইট হাউসসহ ওয়াশিংটন ডিসির বিভিন্ন জায়গায় এ হামলা চালায় ব্রিটিশ বাহিনী।

বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দেওয়ার কাজ চলছিল, তখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা হামলা চালায়। বিক্ষোভ ঠেকাতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এক পর্যায়ে অবরুদ্ধ করা হয় ভবন। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন।

হামলার পর ক্যাপিটল হিস্ট্রি সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ক্যাপিটল শুধু একটি ভবন নয়, এটি মার্কিন গণতন্ত্রের প্রতিমূর্তি। এখানে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর আমাদের সাংবিধানিক প্রজাতন্ত্রের মৌলিক স্মারক।

টি.কে ওয়েভ-ইন