বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বাস্থ্যবিধি উপেক্ষিত কঠোর লকডাউনে ঈশ্বরগঞ্জে গরুর হাট

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জুলাই, ২০২১
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২১, ৫:৩২ অপরাহ্ণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বসছে গরুর হাট। উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজারে শুক্রবার দুপুর থেকে চলছে ওই হাট। ক্রেতা বিক্রেতাদের মাস্ক বিহীন অবস্থায় দেখা যায়। এছাড়া সড়কে অটো, সিএনজি, মাহেন্দ্র চলাচল করছে। গত তিন বছর ধরে ওই বাজারটি ইজারা হয়নি। সরকারী ভাবে টুল আদায় করা হচ্ছে। এদিকে পৌর শহরেও বসছে ছাগলের হাট।
এ ব্যাপারে আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম রূপকের সাথে কথা হলে তিনি জানান, বাজারটি সরকারী ইজারা না হওয়ায় দলীয ভাবে সাপ্তাহিক ৪০হাজার টাকায় প্রশাসনের সাথে চুক্তির মাধ্যমে টুল আদায় করা হচ্ছে। করোনাকালীন সময়ে কঠোর লকডাউনের মধ্যে গরুর হাট বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে কোন নির্দেশনা আমাদের দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, পাঁচটা পর্যন্ত হাট বসার কথা তারপরও আমি বিষয়টি দেখছি।