বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোকদিবস পালন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২০, ৩:৪০ অপরাহ্ণ

 

মোখলেছুর রহমান,(গৌরীপুর)ময়মনসিংহঃ
সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার (১৫আগস্ট/২০২০) স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও বঙ্গবন্ধু সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বিশ্বজিত কুমার বণিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আমিনুল হক, সিনিয়র শিক্ষক উসমান গণি, আশিষ রায় চৌধুরী, নাদিরা সুলতানা, ইতিহাস প্রভাষক রফিকুল,সহকারী শিক্ষক জামালউদ্দীন ফকির, সৈয়দ আজিজুল হক বাবুল,বিল্লাল হোসেন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলো।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সম্পর্কিত ও দেশাত্ববোধক গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে ′যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ গানটি গেয়ে শোনায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার জ্যোতি।
পরিশেষে বঙ্গবন্ধুর শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের সার্বিক উন্নয়নকল্পে এক বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম।