বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্বজন সুস্মিতা স্বর্ণপদক পাওয়ায় গৌরীপুরে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৬, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে ময়মনসিংহের গৌরীপুরের স্বজন সুস্মিতা ঘোষ স্বর্ণপদক অর্জন করায় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি/২০২৩) যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে তাঁকে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধিত সুস্মিতা ঘোষ বলেন, আমার বেড়ে উঠা আজকের এ অবস্থানের সঙ্গে সর্বত্রভাবে জড়িয়ে আছে যুগান্তর স্বজন সমাবেশ। দেশ ও বিদেশে যেখানেই গিয়েছি যুগান্তর আমাকে সহযোগিতা করেছে। আমি আজীবন কৃতজ্ঞ।
কালিখলাস্থ হাতেম আলী সড়কে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনীন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সুজন দাস, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, তেরশিরা মারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার ঝর্ণা ব্যবসায়ী মো. হারুন মিয়া, স্বজন মো. শাহিন মিয়া প্রমুখ।

গত শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ৩য় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসাবে হাফ ম্যারাথনে সুষ্মিতা ঘোষ স্বর্ণপদক অর্জন করেন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের সাধন ঘোষ ও শিবানী ঘোষের মেয়ে। উচ্চ বিদ্যালয়ে পা রাখার সঙ্গে সঙ্গে ক্ষুদে স্বজন হিসাবে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সদস্য হন।