শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ড আগুন: আটজনকে আসামি করে পুলিশের মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুন, ২০২২
||
  • প্রকাশিত সময় : জুন, ৮, ২০২২, ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুণ্ড থানা পুলিশ। আসামিরা সকলে ডিপোর বিভিন্ন পর্যায়ে চাকুরীরত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক একাত্তরকে জানান, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। মামলায় আটজনের নাম উল্লেখ করা হলেও এর বাইরেও অজ্ঞাতসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে জানিয়েছেন পুলিশ সুপার।

কাগজপত্র দেখে আসামিদের নাম পরে জানানো হবে বলেও জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, গত শনিবার (৪ জুন) রাতে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নি-বিস্ফোরণের ঘটনায় ৯ ফায়ার ফাইটারসহ এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ২৩০ জন। আহতদের মধ্যে চমেকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ জন।