শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : মার্চ, ৪, ২০২৩, ৬:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার বিকালে উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আশপাশের এলাকা কেঁপে উঠে। বিস্ফোরণের সময় প্ল্যান্টের ভেতর লোকজন ছিল। বিস্ফোরণে কারও কারও দেহের বিভিন্ন অংশ উড়ে যায়। কয়েকজন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। তিনজনের লাশ দেখতে পাওয়ার কথাও জানিয়েছেন কেউ কেউ।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি এসএম ফোরকান আবু জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দুজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজনের মরদেহ বিএসবিএ হাসপাতালে রয়েছে। এছাড়া ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ডের ইউএনও শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে অনেকে হতাহত হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।