শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি: র‌্যাব ডিজি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৩, ২০২০, ৭:৩৮ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।তিনি বলেন, আশা করছি- এ মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

শুক্রবার বিকালে রাজধানীর রমনা কালিমন্দিরে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি হয়েছে।  তদন্তের স্বার্থে আর কিছু বলা সমীচীন হবে না আমার।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ। এ ঘটনায় গত ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতসহ ৯ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় মোট ১৪ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।

টি.কে ওয়েভ-ইন