রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিঙ্গেলরা কীভাবে ভ্যালেন্টাইন ডে কাটাবেন?

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৩, ২০২৩, ২:২৮ অপরাহ্ণ

কথায় আছে, নিজেকে ভালোবাসলেই নাকি অন্যকে ভালোবাসা যায়। তাই ভালোবাসা দিবসে সিঙ্গেলরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। সামনের বছর হয়তো সিঙ্গেল নাও থাকতে পারেন। ব্যস্ত থাকতে পারেন সঙ্গীর জন্য গিফট কেনাকাটায়। এ জন্য আগামীকালের ভালোবাসা দিবসটি ‘মি-টাইম’ হিসেবে রেখে দিন।

নিজেকে উপহার দিন

ভ্যালেন্টাইন ডে তে নিজেই নিজেকে কিছু উপহার দিন। হতে পারে তা কোনো ব্যুফে বা মিষ্টি জাতীয় খাবার। অথবা আপনার কোনো পছন্দের পোশাক কিংবা প্রিয় কোনো লেখকের বই।

বন্ধুর সঙ্গে সময় কাটান

আপনার বন্ধুও যদি আপনার মতো সিঙ্গেল হয়ে থাকে, তাহলে তো আর কথাই নেই। দুজন মজা করে দিনটি কাটিয়ে দিন। ঘুরে আসতে পারেন কোনো পার্ক বা বইমেলা থেকে। আর যদি ভিড় এড়াতে চান, তাহলে ঘরে বসেই উপভোগ করুন ওয়েব সিরিজ।

শখের কাজটি করুন

আপনার সবচেয়ে পছন্দের কাজটি করুন। যে কাজটি করে আপনি শান্তি পান, তাতে লিপ্ত থাকুন। যেমন—পেইন্টিং, রান্না করা, গার্ডেনিং, গান করা, গান শোনা, আবৃত্তি শোনা বা করাসহ আরও অনেক কিছু।

ভ্রমণ

নতুন কোনো জায়গায় ঘুরে আসুন। ভ্রমণসঙ্গী হিসেবে আপনার সিঙ্গেল বন্ধুকে নিতে পারেন। অথবা একা চলে যান। এতে করে নিজেকে নতুন করে উদ্ভাবন করতে পারবেন।

নিজের যত্ন নিন

পুরো দিনটি জুড়ে নিজের যত্ন নিন। চলে যেতে পারেন কোনো পার্লারে। একটি বডি ম্যাসাজ অথবা ফেসিয়াল উপহার দিন নিজেকে। কাজটি ঘরে বসেও করতে পারবেন। চুলের ভেষজ প্যাক লাগান। মুখে আপনার পছন্দের ফেস প্যাকটি লাগান। এবার কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে সময় কাটান। প্যাক শুকিয়ে গেলে একটি স্টিম বাথ নিয়ে ফেলুন। আয়নায় নতুন করে নিজেকে দেখুন।

নতুন কিছু করুন

এ দিন এমন কিছু করুন যা আপনি অনেক দিন ধরে করতে চাইছেন। কিন্তু সময়ের অভাবে বা ব্যস্ততায় তা হয়তো করা হয়ে ওঠেনি কখনও। হতে পারে ইয়োগা, সালসা ড্যান্স, স্কুটি শেখা। নিজেকে নতুন কিছুর সম্মুখীন করুন।

পরিবারের সঙ্গে সময় কাটান

পরিবারের সদস্যদের জন্য দিনটি রাখুন। বাড়ির সবাই মিলে রান্না করুন অথবা ঘুরতে বেরিয়ে যান। বাসায় বসে ফ্যামিলি ড্রামাও উপভোগ করতে পারেন।