রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সা‌ড়ে ৬ ঘণ্টায় ভোট দি‌য়ে‌ছেন ২ জন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

ঢাকা-৫ আস‌নের উপ‌নির্বাচ‌নে ভোটার উপ‌স্থি‌তি কম। শনিবার বি‌কেল সা‌ড়ে ৩টা পর্যন্ত সা‌ড়ে ছয় ঘন্টায় অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন হাই স্কুল কে‌ন্দ্রের ছয় নম্বর ভোট ক‌ক্ষে ‌ভোট প‌ড়ে‌ছে মাত্র দু‌টি। এ বু‌থে ভোটার সংখ‌্যা ৪২৮টি। সকাল ৯টায় ভোট শুরুর পর বি‌কেল তিনটা ৩৩ মি‌নিট পর্যন্ত মাত্র দুজন ভোটার ভোট দেন।

অ‌ভিন্ন চিত্র দ‌নিয়া বিশ্ব‌বিদ‌্যালয় ক‌লে‌জের চার নম্বর কে‌ন্দ্রে। সেখা‌নে এক নম্বর ম‌হিলা বু‌থে ছয় ঘণ্টায় ভোট প‌ড়ে‌ছে মাত্র তিন‌টি।

চার নম্বর কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা আশরাফুল আলম জা‌নি‌য়ে‌ছেন, ছয়‌টি বু‌থে ভোটার সংখ‌্যা এক হাজার ৯৫১। বি‌কেল তিনটা পর্যন্ত ভোট প‌ড়েছে ১৭৭টি। যা মোট ভোটা‌রের ৯ শতাংশ।

অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন হাইস্কুল কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা তানভীর মিথুন জা‌নি‌য়ে‌ছেন, বি‌কেল তিনটা পর্যন্ত তিন হাজার ৫০৪টি ভো‌টের ম‌ধ্যে প্রায় দেড়শ কাস্ট হ‌য়ে‌ছে।

অগ্রদূত বিদ‌্যা‌নি‌কেতন কে‌ন্দ্রে কথা হয় আওয়ামী লীগ প্রার্থীর এ‌জেন্ট হাসান ইমা‌মের স‌ঙ্গে। তার দা‌বি, ক‌রোনা আত‌ঙ্কে নারী ভোটাররা আস‌ছেন না। এ কার‌ণে ছয় নম্বর ম‌হিলা বু‌থে মাত্র দুটি ভোট প‌ড়ে‌ছে। পুরুষ বু‌থে ৪৩ ও ৪৮ ভোট প‌ড়ে‌ছে।

ঢাকা-৫ আসনে উপনির্বাচনে শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই আসনে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্‌ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন। এ আসনে ১৮৭ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

টি.কে ওয়েভ-ইন