শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশে ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৭, ২০২০, ৭:২১ অপরাহ্ণ

গৌরীপুর প্রতিনিধি ঃ
ধর্ষিতা যে দলের হোক, ছাড় দেয়া হবে না, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যেকটি অপরাধের জন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেছেন। তিনি কোন দল তা দেখেন না, দেখেন অপরাধীকে। অপরাধীর কোন ছাড় নয় উল্লেখ করে ধর্ষণের মতো জঘন্য ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এসব কথা বলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি আরও বলেন, ধর্ষণের মতো জঘন্যতম ঘটনায় জড়িতদের বিচার চাইতে এসে উস্কানিদাতা গোষ্ঠি মাঠে নেমেছে। অপরাধীর বিচার চান, এর বাহিরে কোন উস্কানী দিলে দাঁতভাঙা জবাব দিতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরাও প্রস্তুত। কোন বিশৃঙ্খলা-নাশকতা করার চেষ্টা করবেন না।
নোয়াখালী’র বেগমগঞ্জ, সিলেট এমসি কলেজ, নারায়নগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ সারাদেশে ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের একাংশের উদ্যোগে অনুষ্ঠিত আলোর মিছিল শেষে বিজয়’৭১ পাদদেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশরত্ন মানবতার মা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্রে লিপ্ত। যারা ৭১’রেও ছিলো- এখনো আছে, দলের ভিতরে ঢুকে, চামড়া লাগিয়ে অপকর্ম করার চেষ্টা করছে তাদের প্রতি সজাগ থাকতে হবে।
সভাপতিত্ব করেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার।