শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাত কারণে ড. আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকিকে স্থায়ীভাবে অবাঞ্চিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৩, ২০২১, ৬:১৬ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
সাত কারণে বগুড়ার মাওলানা আলহাজ¦ ড. মুফতী মুহাম্মদ ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকিকে স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণা করেছেন গৌরীপুর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন। শনিবার (২০ ফেব্রুয়ারি/২০২১) রাতে গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকি ইতোপূর্বে একাধিক সভায় একশত কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আমরা তার সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বাহাসের আগে বর উপজেলার কোন ধর্মসভায় তাকে আসতে দেয়া হবে না।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আবুল কাসেম জানান কুরআন সুন্নাহ বিরোধী, ইসলামী বিশুদ্ধ আকিদা পরিপন্থী ও বিভ্রান্তিমূলক তথ্য প্রদানসহ সাতটি কারণে তাকে (বগুড়ার মাওলানা আলহাজ¦ ড. মুফতী মুহাম্মদ ইমাম আশরাফ আলীমুল্লাহ সিদ্দীকিকে) স্থায়ীভাবে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিভ্রান্তিমূলক কারণসমূহ হলো ১. রাসূল (সাঃ) নূরের তৈরি (যারা মাটির তৈরি বলবে তার কাফের), ২. রাসুল (সাঃ) আলেমুল গায়েব, ৩. রাসূল (সাঃ) হাজির ও নাযির, ৪. প্রচলিত তাবলীগ জামাত করা বাতিল ও গোমরাহী, ৫. কওমী দেওবন্দী উলামায়ে কেরাম ওয়াহাবী, ৬. প্রচলিত মিলাদ মাহফিল সুন্নতে সাহাবা ও তাতে কিয়াম করা মুস্তাহাব, ৭. আওলিয়ায়ে কেরাম মুশকিলকুশা ও হাজতরাওয়া।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন রামগোপালপুর জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মো. বেলাল হুসাইন, সংগঠনের সহসভাপতি মাওলানা ফরিদ আহমাদ, সাধারণ সম্পাদক হাফেজ মো. আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবু যিনাদ, সহ সাধারণ সম্পাদক মুফতি মো. জুনাইদ হুসাইন, হাফেজ মাওলানা মো. খালিদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আতহার আলী, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. নুরুল্লাহ, সহ শিক্ষা সম্পাদক মুফতি খাইরুল ইসলাম, মাওলানা মো. আইন উদ্দিন, মাওলানা মো. যুবায়ের আহমাদ, অর্থ সম্পাদক হাফেজ মো. ইমরান, সহ অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলতান মাহমুদ, হাফেজ মো. আবু সাঈদ, কালীপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আব্দুল হালিম, ২নং গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মো. সাখাওয়াত হোসাইন, আলহাজ¦ মো. শহীদুল ইসলাম, হাফেজ মো. রফিকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে কওমী মাদরাসা, তাবলীগ, চরমোনাইপন্থীদের নিয়ে উস্কানিমূলক-কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি/২০২১) ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে প্রতিবাদ সমাবেশ থেকেও মাওলানা আশরাফ আলীমুল্লহ সিদ্দীকি অবাঞ্চিত ঘোষণা করা হয়।