সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সাতদিনের মাঝে টাকা নয় তোর বোনকে দিবি- দেখতে ক্লিক করুন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২১, ২:৫০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক ঃ
গরীবের যুবতী বোনের দিকে গ্রামের সেই মাতাব্বরের কুদৃষ্টি। ৩হাজার টাকা দিয়ে লিখে নিলো সহায় সম্পদটুকুও। ভিটেবাড়ি ছাড়া, তারপরেও ক্ষমা নেই। পুরনো ঋণের টাকা চায় সেই সুদখোর মহাজন। এককথা ‘সাতদিনের মাঝে টাকা, নইলে তোর বোনকে বিয়ে দিবি’। রহমান সাফ জানিয়ে দেয়া গুলো। গ্রামের সহজ সরল এমন একটি পরিবারের জীবনযুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপ্রহর’।  গল্প রচনা করেন গোলাম মোস্তফা (ভিপি বাবুল)।
রহমান (ভিপি বাবুল) কেনো ট্রেনের নিচে ঝাঁপ দিলো । শুধু কী! অভাবের তাড়নায় না অন্যকিছু দেখতে ক্লিক করুন- নিচের লিংকে……………..
ছোঁয়া, পরশ নিবেদিত নাটকে শহিদুজ্জামান সেলীম, দীপা খন্দকার, রবি বাবু, ভিপি বাবুল, নাফিসা চৌধুরী নাফা, ডা. এ.কে.এম মাহফুজুল হক, আজিজুর রহমান শুভ, শিশু শিল্পী নিরব ও আরও অনেকেই অভিনয় করেন। মঞ্জু ইসলাম চিত্রগ্রহণ গ্রহণ করেন। নাটকটি সম্পাদনা করেন রনি মাহমুদ। প্রযোজনা মেসার্স বাবুল এন্টারপ্রাইজ। পরিচালনায় আনিসুজ্জামান।
অন্যান্য চরিত্রে অভিনয় করেন মোঃ কবির, লাক মিয়া, মতি মিয়া, মোখলেছুর রহমান। প্রধান সহকারী পরিচালক জামাল হোসেন খোকন। রূপ সজ্জায় শাহ আলম রানা। ব্যবস্থাপনায় বাদশা, ব্যবস্থাপনা সহকারী পান বাচ্চু, জাহিদ, আলো সরবরাহ নিলয় লাইট হাউজ, নেপথ্য কন্ঠ মোহসিন, বিশেষ কৃতজ্ঞতা সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। কারিগরী সহযোগীতা ফোকাস পয়েন্ট বিডি টেকনিকালার প্রোডাকশন। পরিবেশনায় মেসার্স বাবুল এন্টারপ্রাইজ।