বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীপুরের মাওনায় দেয়ালে রঙ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ জানুয়ারি, ২০২২
আরিফ প্রধান || শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলার দেওয়ালে রঙের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন এক রঙ শ্রমিক। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আজাদ কমপ্লেক্স নামের একটি বাণিজ্যিক ভবনে এই ঘটনা ঘটে। নিহত মোঃ দুলাল মিয়া (৪০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজাদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দেওয়ালে রং করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন দুলাল। বিদ্যুৎস্পর্শে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মরদেহ দেওয়ালে সাঁটানো মইয়ের পাটাতনে ঝুলেছিল। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ নামিয়ে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। বৈদ্যুতিক স্পর্শে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।