শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ হাসিনার প্রত্যাবর্তণ দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের মিছিল ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মে, ২০২২
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : মে, ১৭, ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারেহত্যার পর ১৯৮১ সালের ১৭ মে অনেক ঘাত প্রতিঘাত উপেক্ষা করে নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকাল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতে রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমান বন্দরে এসে পৌছান। এ দিনটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শাখা কর্মসুচি গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দেশী-বিদেশী ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সুভাগ্যক্রমে বেচে যান। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার অনুপস্থিতে তাকে আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি করা হয়। বিমান বন্দরে সংবর্ধনার জবাবে শেখ হাসিনা ঐ দিন বলেছিলেন, বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামীলীগের সভাপতি হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামীলীগের কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ময়েজ উদ্দিন তরফদার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, আবু কাওছার মিলন, জবান আলী চেয়ারম্যান, তাজুল ইসলাম বাবলু চেয়ারম্যান, আবুল কাশেম মুছা, ডাঃ তোফাজ্জল হোসেন, কেরামত আলী জিন্নাহ, আঃ ওয়াদুদ আকন্দ দুদু, মঞ্জুরুল হক রাসেল, মাসুদ আলম লিটন, চান মিয়া, বিল্লাল হেসেন মাস্টার, মাহতাব উদ্দিন, মনির উদ্দিন মনির বক্তব্য রাখেন। এর আগে উপজেলার ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলবাড়িয়া পৌরসভার সামনে জমায়েত হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে বিশাল মিছিল বের করে। মিছিলটি সারা বাজার প্রদক্ষিন করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে ইমদাদুল হক সেলিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রধান শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠাবেন তাকেই বিজয়ী করতে অতীতের মত কাজ করবো। এ জন্য আওয়ামী লীগকে আরো সংগঠিত হতে হবে।