শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ জুন, ২০২২
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : জুন, ২১, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। পরে এমন দাবির বিষয়টি নাকচ করেন প্রধানমন্ত্রী নিজেই। এরপর পদ্মা সেতু নামেই গেজেট প্রকাশ করে সরকার। সেতুটি উদ্বোধনের যখন আর দিনকয়েক বাকি, তখন আবারও শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

shakh hasina padma bridge

শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন

এই দাবিতে গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদ’ এবং ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীবৃন্দ’ ব্যানারে মানবন্ধনটি সম্পন্ন হয়। সেখানে উপস্থিত আইনজীবীরা বলেন, পদ্মা সেতু তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর একক ক্যারিশমায়। তাই তার নামেই এই সেতুর নামকরণ করতে হবে।

তারা আরও বলেন, বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিয়েছিল পদ্মা সেতু থেকে। তখন অনেকেই বলেছিল, এই সেতু আর আলোর মুখ দেখবে না। অর্থনীতিবিদরাও আশা হারিয়ে ফেলেছিলেন। এমন সময় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, আমাদের নিজস্ব অর্থায়নে হবে পদ্মা সেতু। শেষ পর্যন্ত তার একক সিদ্ধান্তে সেতুটি আজ পূর্ণতা পেয়েছে।