শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শুভ্র হত্যাকারীদের ফাাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ-মানবব বন্ধন ও প্রতিবাদে উত্তাল

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২০, ৫:৪৯ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর/২০২০) সভা-সমাবেশ ও আন্দোলনে উত্তাল। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের উদ্যোগে সকালে শহরের ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার আব্দুর রহিম। সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধান সন্তান কমাণ্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার। হত্যাকাণ্ডের বিচার চেয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, মোঃ গিয়াস উদ্দিন, দেওয়ান মোঃ মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, প্রদীপ সরকার, ফজলুল হক, কাজিম উদ্দিন, আব্দুল কাদির, আপ্তাব উদ্দিন, নুরুল হক, আব্দুল গনি, মোঃ আব্দুল কদ্দুছ, আবুল কালাম, আব্দুল হামিদ, আব্দুল খালেক, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, নিহতের চাচা আসেকুর রহমান বাচ্চু, সাদেকুর রহমান সেলিম, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরা, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সহসভাপাতি খসরুজ্জামান বাবুল, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সেকান্দর আলী, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, ২নং গৌরীপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, চায়না রানী সরকার, কাজী সেতাউল হাসান জিলানী, রুবেল মিয়া প্রমুখ। প্রতিবাদ সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদের দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নিহতের ছোট ভাই মোঃ আবিদুর রহমান প্রান্ত।