শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২৪, ২০২০, ২:০৭ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। আপনজনের  সঙ্গে ঈদ উৎসব করতে গ্রামের বাড়ি যাচ্ছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। ফলে রোববার সকাল থেকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। যাত্রীর চাপ দেখা দিয়েছে অত্যাধিক। ভোর থেকেই পদ্মা পাড়ি দিতে আসছেন রাজধানী ঢাকাসহ আশপাশ এলাকায় থাকা অনেক যাত্রী।

ফেরিগুলোতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে। সব ফেরিতেই যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। স্পিডবোট বন্ধ থাকার  কথা থাকলেও সেগুলো চলাচল করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বর্তমানে ৪টি রো রোসহ ১৫টি ফেরি চলাচল করছে। ভোর থেকেই যাত্রীদের অনেক চাপ রয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক জানান, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে শিমুলিয়া ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে।

টি.কে ওয়েভ-ইন