শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিবালয়ে গ্রামীণ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৭, ২০২০, ৩:০১ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার গৃহিত নানা কর্মসূচীতে গত কয়েকদিনের ব্যবধানে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিবালয় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ জানান, স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সর্বসাধারণ যাতে বিনা প্রয়োজনে ঘর হতে বাইরে বের না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তাদের ব্যাপক নজরদারিতে দোকান-পাট, হাট-বাজার নির্দিষ্ট সময়ে বন্ধ করা হচ্ছে। নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা করাসহ নানা পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে, উপজেলার ঢাকা-আরিচা মহাসড়ক, ইউনিয়নভিত্তিক পাঁকা সড়ক, সংযোগ রাস্তা, পাড়া-মহল্লার অলি-গলিতে রিক্সা-ভ্যান, ছোট গাড়ি চলাচলে স্থানীয় যুব সমাজ ও সচেতন লোকজন করোনা রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। অনেকেই তেওতা জমিদার বাড়ি, টেপড়া-বড়টিয়া, দশচিড়া-রুপসা, আরিচা-দাশকান্দি-পাটুরিয়া সড়কসহ বিভিন্ন রাস্তায় আঁড়াআড়ি বাঁশ ফেলে গাড়ি-ঘোড়া চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে, অবাঞ্চিত লোক চলাচল ও গাড়ি-ঘোড়া যাতায়াত অনেকাংশে কমে গেছে।