বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন গৌরীপুরের গোলাম মোহাম্মদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৩, ২০২০, ৬:০৩ অপরাহ্ণ

স্টাফ রির্পোটার ঃ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ। শনিবার (১২ ডিসেম্বর/২০২০) ইকোনোমিক রির্পোটার্স ফোরাম মিলনায়তনে এ পুরস্কার তুলে দেন আইএনবি সংবাদ সংস্থার চেয়ারম্যান ও অনুষ্ঠানে প্রধান আলোচক আলহাজ¦ ব্যারিস্টার জাকির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় বাংলাদেশ ফাউন্ডেশনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান শাহ আলম চুন্নু।
বিজয় বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ‘বিজয়ের ৪৯ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা এম. গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্টানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন আইপি টিভি ওনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্টার্ন ডেভেলমেন্টে এসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন, চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ সিরাজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সহসভাপতি কবি ইকবাল হোসেন ভূইয়া, ভেজাল মাদক ও দুর্নীীত বিরোধী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার শফিউল আলম সবুজ, নিউজ টেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।