শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

শারদীয় দুর্গোৎসবে গৌরীপুর অষ্টমী পূজা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৪, ২০২০, ৮:১৮ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভা ও ১০টি ইউনিয়নের পূজামন্ডপে শনিবার (২৪ অক্টোবর/২০২০) অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়। রঙিন তোরণে পূজারীদের উৎসবমুখর ছিলো প্রত্যেকটি মন্ডপ। ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র সরকার পূজামন্ডপ পরিদর্শন করেন। এছাড়াও শঙ্ক বাজিয়ে আনন্দ ও শক্তি প্রকাশ ছিলো প্রভাতের অন্যরকম উৎসবে মেতে উঠেন পুজারীরা। শঙ্কধ্বনি আর মায়ের অর্চনা রমনীদের প্রণাম দেয়া মিলে প্রত্যেকটি মন্ডপে। কবি অনামিকা সরকার শহরের মধ্যবাজার পূজামন্ডপে শঙ্ক বাজান। এছাড়াও কালীপুর রক্ষাকালী মন্দির দুর্গামন্ডপে গানের তালে তালে ছিলো শিশুদের নৃত্যানুষ্ঠান। এবছর গৌরীপুরে ৫৭টি স্থায়ী ও অস্থায়ী মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, প্রত্যেকটি মন্ডপে নিরাপত্তা ছাড়াও ১৩টি মোবাইল টিম কাজ করছে।